ICC Champions Trophy 2025

পাকিস্তানের সাজঘরে চোখের জল, কান্নায় ভেঙে পড়লেন কে? সান্ত্বনা দিলেন কে?

ফিল্ডিং করতে গিয়ে চোট লেগেছিল ফখরের। সেই চোট নিয়েই ব্যাট করেছিলেন দলের জন্য। জেতাতে না পারলেও পাকিস্তানকে লড়াইয়ে রেখেছিলেন তিনিই। শেষ পর্যন্ত যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বাদ পড়তে হয়েছে ফখরকে। কেঁদে ফেলেছিলেন সাজঘরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৫
Share:

পাকিস্তানের সাজঘরে কান্নার মুহূর্ত। ছবি: এক্স।

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা আয়োজক পাকিস্তানের ভাল হয়নি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে হেরে যায় তারা। সেই ম্যাচে চোট পেয়েছিলেন ওপেনার ফখর জমান। ফিল্ডিং করতে গিয়ে লেগেছিল তাঁর। সেই চোট নিয়েই ব্যাট করেছিলেন দলের জন্য। জেতাতে না পারলেও পাকিস্তানকে লড়াইয়ে রেখেছিলেন তিনিই। শেষ পর্যন্ত যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বাদ পড়তে হয়েছে ফখরকে। কেঁদে ফেলেছিলেন সাজঘরে।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে পেশিতে টান লেগেছিল ফখরের। বেশ কিছু ক্ষণ মাঠের বাইরে ছিলেন তিনি। পরে যদিও আবার ফিল্ডিং করতে নামেন। সেই ম্যাচে ওপেন করতে পারেননি ফখর। নেমেছিলেন চার নম্বরে। ৪১ বলে ২৪ রান করেছিলেন তিনি। আউট হয়ে সাজঘরে ফিরে কাঁদছিলেন ফখর। সেখানে তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় শাহিন শাহ আফ্রিদিকে। ফখর হয়তো বুঝে গিয়েছিলেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলা হবে না তাঁর। যে কারণে কেঁদে ফেলেছিলেন তিনি।

হাঁটুর চোট নিয়ে বহু দিন ধরেই ভুগছিলেন ফখর। সেই চোট সারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিলেন পাক ওপেনার। কিন্তু প্রথম ম্যাচেই চোট পেয়ে বাদ পড়তে হল। তাঁর জায়গায় ইমাম উল হককে দলে নিয়েছে পাকিস্তান।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রবিবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ে খেলতে নামবে পাকিস্তান। সেই ম্যাচ হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে যেতে পারে আয়োজক দলেরই। দুবাইয়ে তাই তিন ঘণ্টা অনুশীলন করে পাকিস্তান। অনুশীলন শেষ হয়ে যাওয়ার পর ব্যাটারেরা আলাদা করে বাড়তি ২০ মিনিট অনুশীলন করেন। তবে অধিনায়ক রিজ়ওয়ান সেই বাড়তি অনুশীলনে ছিলেন না। তিনি কথা বলছিলেন অন্তর্বর্তী কোচ আকিব জাভেদের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement