england cricket

Ben Foakes: ভারতের পর এ বার করোনার হানা ইংল্যান্ড শিবিরে, টেস্টের মাঝেই বাদ এই ক্রিকেটার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন ফোকস। দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৬:৪৪
Share:

করোনা সংক্রমণ ইংল্যান্ড শিবিরে ফাইল চিত্র

রবিবার সকালে জানা গিয়েছিল, করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ভারতের পরে এ বার কোভিড সংক্রমণের খবর ইংল্যান্ড শিবিরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস। ফলে চলতি টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। নিভৃতবাসে রয়েছেন ফোকস।

Advertisement

হেডিংলেতে তৃতীয় টেস্টের তৃতীয় দিন পিঠের ব্যথায় উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন না ফোকস। তার পরে নিয়মমাফিক দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তার পরেই তাঁকে চলতি টেস্ট থেকে বাদ দেওয়া হয়।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘তৃতীয় টেস্টের তৃতীয় দিন পিঠের ব্যথায় ফোকস উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি। শনিবার সন্ধ্যায় করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। নিভৃতবাসে রাখা হয়েছে তাঁকে। কবে ফের তিনি দলে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। তবে আশা করা হচ্ছে ভারতের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার আগে দলে ফিরবেন ফোকস।’

Advertisement

ফোকসের পরিবর্ত হিসাবে স্যাম বিলিংসকে দলে নিয়েছে ইংল্যান্ড। টেস্টের চতুর্থ দিন কোভিড পরিবর্ত হিসাবে মাঠে নেমেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন