Pakistan Cricket Team

১০ কেজি ওজন কমেছে ফখরের, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন পাক ওপেনার

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ওপেনারের ভূমিকায় দেখা যাবে ফখর জ়মানকে। অসুস্থ হওয়ায় দীর্ঘ দিন খেলার বাইরে ছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন পাক ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫১
Share:

ফখর জ়মান। —ফাইল চিত্র।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন ফখর জ়মান। তাঁর দাপটেই শেষ বার আইসিসি ট্রফি জিতেছিল পাকিস্তান। ১৯ ফেব্রুয়ারি থেকে আবার শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ওপেনারের ভূমিকায় দেখা যাবে ফখরকে। অসুস্থ হওয়ায় দীর্ঘ দিন খেলার বাইরে ছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন পাক ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফখরের সঙ্গে ওপেনিং জুটিতে কাকে দেখা যাবে, তার জবাব দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান।

Advertisement

সুস্থ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার আগে একটি ত্রিদেশীয় সিরিজ় খেলবেন ফখর। সেখানেই নিজেকে তৈরি করে নিতে চাইছেন চিনি। ফখরের মুখে উঠে এসেছে অসুস্থতার কথা। তিনি বলেন, “অসুস্থ যে কেউ হতে পারে। আমার হাইপারথাইরয়ডিস্‌ম হয়েছিল। তার জন্য ওজন ১০ কেজি কমে গিয়েছিল। আমার পেশির শক্তি কমেছিল। সেই কারণেই এত দিন খেলার বাইরে ছিলাম। এখন অবশ্য পুরো সুস্থ।”

দেশের হয়ে খেলার আগে ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলেছিলেন ফখর। শুরুতে তাঁর খুব সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন পাক ওপেনার। তিনি বলেন, “শুরুতে ঘরোয়া ক্রিকেটে চার-পাঁচটা ম্যাচ খেলেছি। খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল, ব্যাট করতেই ভুলে গিয়েছি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে।”

Advertisement

দশ বছর আগে ভারতের বিরুদ্ধে ফাইনালে শতরান করেছিলেন ফখর। এ বারও তিনি সেই রকমই ইনিংস খেলতে চান। ফখর বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিকে স্মরণীয় করে রাখতে চাই। দেশকে জেতাতে চাই। ১০ বছর আগে যে মানসিকতা নিয়ে নেমেছিলাম, এ বারও সেই মানসিকতা নিয়েই খেলতে চাই।”

ফখর খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর এক ওপেনার সাইম আয়ুবকে পাবে না পাকিস্তান। ফলে ফখরের সঙ্গে ওপেনিং জুটিতে বদল করতে হবে। কে খেলবেন? এই প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক রিজ়ওয়ান। তিনি বলেন, “এর জবাবে একটা কথাই বলব, বাবর সব সামলে নেবে।” অর্থাৎ, বাবরকেই ওপেন করতে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুই অভিজ্ঞ ব্যাটারের উপরেই ভরসা রাখছে পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement