Cricket Record

আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম বার! কী হল কানাডা-স্কটল্যান্ড ম্যাচে

আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে ১৪৮ বছর ধরে। টেস্ট, এক দিনের ম্যাচ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি— তিন ফরম্যাট মিলিয়ে কখনও ইনিংসের প্রথম ২ বলে কোনও দলের দুই ওপেনার আউট হননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১
Share:

কানাডা-স্কটল্যান্ড ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এক্স।

ক্রিকেটে বেনজির ঘটনা। ইনিংসের প্রথম দু’বলে আউট হয়ে গেলেন দুই ওপেনিং ব্যাটারই। কানাডা বনাম স্কটল্যান্ডের এক দিনের ম্যাচে এমনই ঘটেছে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন নজির দ্বিতীয়টি নেই।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে ১৪৮ বছর। টেস্ট, এক দিনের ম্যাচ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে কখনও ইনিংসের প্রথম ২ বলে কোনও দলের দুই ওপেনার আউট হননি।

এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথম ওভার করতে ডাকেন জোরে বোলার ব্র্যাড কারিকে। তাঁর প্রথম বলেই খোঁচা দিয়ে স্লিপে মার্ক ওয়াটের হাতে ক্যাচ দেন কানাডার ওপেনার আলি নাদিম। তিন নম্বরে ব্যাট করতে নামেন পারগত সিংহ। কারির দ্বিতীয় বল স্ট্রেট ড্রাইভ করেন পারগত। আটকানোর চেষ্টা করেন কারে। ২২ গজের নন স্ট্রাইকার প্রান্তে থাকা অন্য ওপেনার যুবরাজ শর্মা খুচরো রান নেওয়ার জন্য ক্রিজ়ের বাইরে বেরিয়ে গিয়েছিলেন। সে সময় বল কারের হাতে লেগে উইকেট ভেঙে দেয়। পারগত ছিলেন ক্রিজ়ের ভিতর। ফলে রান আউট হয়ে যান যুবরাজ। এ ভাবে পর পর দু’বলে আউট হয়ে যান দুই ওপেনারই।

Advertisement

ম্যাচে দাপট ছিল স্কটল্যান্ডেরই। এক সময় ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কানাডা। যদিও তারা শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৪ রান করে। জবাবে ৪১.৫ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে নেন স্কটিশেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement