Mohammed Shami in England Series

সমস্যার নাম শামি! ইংল্যান্ড সফরের আগে নির্বাচকদের চিন্তা বাড়াচ্ছেন বাংলার পেসার

ভারতীয় ক্রিকেট বোর্ডের চিন্তা বাড়াচ্ছেন মহম্মদ শামি। তাঁর ফর্ম চিন্তায় রেখেছে নির্বাচকদের। ইংল্যান্ড সফরের দল নির্বাচনের আগে অনেক ভাবতে হচ্ছে অজিত আগরকরদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৪:৪৭
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

জুন মাসে ইংল্যান্ড সফর ভারতের। পাঁচ টেস্টের সিরিজ় খেলবে দু’দল। তার আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলিও অবসরের ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিন্তা বাড়াচ্ছেন মহম্মদ শামি। তাঁর ফর্ম চিন্তায় রেখেছে নির্বাচকদের। ইংল্যান্ড সফরের দল নির্বাচনের আগে অনেক ভাবতে হচ্ছে অজিত আগরকরদের।

Advertisement

‘টাইমস অফ ইন্ডিয়া’র একটি রিপোর্ট অনুযায়ী, শামির ফর্মে মোটেই স্বস্তি দিচ্ছে না নির্বাচকদের। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর দীর্ঘ দিন খেলেননি শামি। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। দীর্ঘ দিন পরে মাঠে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন বটে, কিন্তু পুরনো শামিকে দেখা যায়নি। আইপিএলেও একেবারেই ছন্দে নেই তিনি। এই পরিস্থিতিতে তাঁকে ইংল্যান্ড সফরের দলে নেওয়া হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন, “এখনও পর্যন্ত শামির জায়গা পাকা নয়। ভারতীয় ক্রিকেটে ও কয়েক মাস হল ফিরেছে। কিন্তু এখনও ছন্দে দেখা যায়নি ওকে। ভারতীয় দল নির্বাচনের সময় আইপিএলের ফর্ম বিবেচনা করা হয় না, কিন্তু শামি রান-আপ শেষ করতে সমস্যায় পড়ছে। ওর বল উইকেটরক্ষকের কাছে পৌঁছাচ্ছে না। আগে এটা দেখা যেত না। একটা স্পেল শেষ করেই শামি সাজঘরে ছুটছে। এ ভাবে টেস্ট খেলা যায় না।”

Advertisement

ইংল্যান্ড সফরে ভারতের বোলিং আক্রমণের প্রধান দুই অস্ত্রকে নিয়েই চিন্তা রয়েছে। জসপ্রীত বুমরাহ সবে চোট সারিয়ে আইপিএলের ফিরেছেন। তাঁকে ভাল ছন্দে দেখালেও পাঁচ টেস্টের ধকল সামলানো তাঁর পক্ষে অসম্ভব। এই পরিস্থিতিতে নির্বাচকেরা ভেবেছিলেন শামি ও বুমরাহের মধ্যে অন্তত এক জনকে পাঁচ টেস্টে খেলাবেন। সেই পরিকল্পনায় সমস্যা হচ্ছে।

বোর্ডের ওই আধিকারিক বলেছেন, “প্রাথমিক পরিকল্পনা ছিল শামি ও বুমরাহের মধ্যে যাতে এক জন পাঁচটা টেস্ট খেলতে পারে, সেটা নিশ্চিত করা। কিন্তু যদি বুমরাহকেও বিশ্রাম দিতে হয় ও শামি খেলতে না পারে তা হলে আমাদের সমস্যা হবে। শামির কী সমস্যা হচ্ছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে। ও যদি পুরো ছন্দে ফিরতে না পারে তা হলে ইংল্যান্ড সফরে হয়তো ওকে নেওয়া হবে না।”

রিপোর্টে বলা হয়েছে, সাদা জার্সিতে মহম্মদ সিরাজের সাম্প্রতিক ফর্ম নিয়েও চিন্তায় বোর্ড। এই পরিস্থিতিতে বিকল্প হিসাবে যশ দয়াল, খলিল আহমেদ, অর্শদীপ সিংহদের কথা ভাবা হচ্ছে। ২৩ মে ইংল্যান্ড সফরের দল ঘোষণা করা হতে পারে। তার আগে ভারতের পেস আক্রমণের এই সমস্যা মেটাতে হবে নির্বাচকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement