Vaibhav Suryavanshi

বৈভবকে সতর্ক করলেন স্টিভ ওয়

তবে স্টিভ ওয় মনে করেন বৈভবের উত্থান যতই আকর্ষণীয় হোক, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা উচিত নয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ০৮:৫২
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালসের ২০২৫ আইপিএল অভিযান শেষ হয়ে গেলেও এখনও চর্চা চলছে তাদের দলের নতুন তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে। যিনি এ বারের আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান করে হইচই ফেলে দিয়েছেন। এ বার প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ ওয় প্রশংসা করলেন বৈভবের।

সম্প্রচারকারী চ্যানেলে স্টিভ ওয় বলেছেন, ‘‘আমি ওর শতরান দেখেছি। যে ভাবে সহজে ও শটগুলো নিচ্ছিল এবং শান্ত ভাবে খেলছিল, বিশ্বাস করতে পারছিলাম না।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘১৪ বছর বয়স বলেই হয়তো ও চাপ ব্যাপারটা কি জানে না। খোলা মনে খেলে গিয়েছে। তাই ওর ব্যাটিং দেখতে দারুণ লাগছিল।’’

তবে একই সঙ্গে বৈভবকে সতর্কও করে দিয়েছেন অস্ট্রেলিয়ার বি‌শ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘এ বছরে যে রকম উৎসাহ, স্বাধীনতা নিয়ে খেলেছে, পরের বছরও করে দেখাতে পারবে? এটাই কিন্তু ওর কাছে এখন বড় পরীক্ষা।’’ যোগ করেছেন, ‘‘ওর দক্ষতা রয়েছে, ওর মানসিকতাও দারুণ। যে ভাবে ও এখানে উঠে এসেছে তারও প্রশংসা করতে হবে। ক্রিকেটের জন্য এটা দারুণ একটা ঘটনা। এমনকী আমার জন্যও, যে এত দূর থেকে ওর উঠে আসা দেখছি।’’ তিনি খুব একটা আইপিএল দেখতে না পারলেও বৈভবের উঠে আসাটা লক্ষ্য করতে ভোলেননি সেটাও জানান তিনি। বলেছেন, ‘‘আমি খুব বেশি আইপিএল ম্যাচ দেখতে পারি না, সময়ের পার্থক্যের জন্য। কিন্তু এ রকম এক জনের উঠে আসাটা লক্ষ্য করতেই হয়। ওর খেলা দেখতে ইচ্ছে করে। ক্রিকেটের জন্য বৈভব দারুণ একটা আকর্ষণ।’’

তবে স্টিভ ওয় মনে করেন বৈভবের উত্থান যতই আকর্ষণীয় হোক, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা উচিত নয়। ‘‘আমার মনে হয় সচিনের সঙ্গে কারও তুলনা করা যায় না,’’ বলেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন