Pakistan Cricket Team

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান দলে ভাঙন! ইঙ্গিত প্রাক্তন ক্রিকেটারের কথায়

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে পাকিস্তান। তার আগে কি দলের অন্দরের পরিবেশ ভাল নেই? এক প্রাক্তন ক্রিকেটারের কথায় তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯
Share:

পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। এ বার আয়োজক দেশ পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। প্রথম ম্যাচেই নিউ জ়িল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে কি দলের অন্দরের পরিবেশ ভাল নেই? দলে কি ভাঙন ধরেছে? এক প্রাক্তন ক্রিকেটারের কথায় তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে ফাহিম আশরফকে। তাঁকে নেওয়ায় নাকি খুশি হতে পারেননি অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলেছে পাকিস্তান। তার ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচে ফাহিমকে নতুন বল দেননি রিজ়ওয়ান। এমন একটি সময়ে বল দিয়েছেন, যখন পাকিস্তানের হার নিশ্চিত।

সেই ম্যাচে ব্যাট হাতেও মাত্র ২২ রান করেছেন ফাহিম। পরে বল হাতে ২.২ ওভারে দিয়েছেন ১৬ রান। রিজ়ওয়ানের এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠছে, দলের অলরাউন্ডারকে কেন ব্যবহার করলেন না তিনি। তবে কি ফাহিমকে দলে চাইছেন না পাকিস্তানের অধিনায়ক।

Advertisement

জল্পনা বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তিনি বলেন, “রিজ়ওয়ানকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ফাহিমকে নিয়ে ও সন্তুষ্ট নয়। ফাহিমকে দলে ও চাইছে না। তাই ওকে বল দেয়নি। মাত্র দু’ওবার করিয়েছি। তখন তো খেলা পাকিস্তান হেরেই গিয়েছিল। রিজ়ওয়ান বোঝাতে চাইছে, ফাহিম ওর দলের গুরুত্বপূর্ণ সদস্য নয়। এই ছবিটা কিন্তু ভাল নয়।”

পাকিস্তানের দল নির্বাচন নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন অধিনায়কও ফাহিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে কি দলের অন্য কোনও সিনিয়র ক্রিকেটারের ঘনিষ্ঠ হওয়ায় সুযোগ পেয়েছেন ফাহিম। সেটাই কি মানতে পারছেন না রিজ়ওয়ান? প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement