মইন আলি। —ফাইল চিত্র।
এক দিনের ক্রিকেট পছন্দ নয় মইন আলির। তাঁর মতে ক্রিকেটের সবচেয়ে খারাপ ফরম্যাট হচ্ছে ৫০ ওভারের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। তার পরেই ইংল্যান্ডের প্রাক্তন পেসারের মতে এক দিনের ক্রিকেটের নিয়ম খারাপ।
মইন নিজে ১৩৮টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২৩৫৫ রান করেছেন তিনি। নিয়েছেন ১১১টি উইকেট। ২০২৪ সালে ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মইন। তিনি বলেন, “এক দিনের ক্রিকেট প্রায় মারা গিয়েছে। বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া কোনও উৎসাহ নেই। এই ফরম্যাট খেলাটাই অসহ্যকর। অনেক কারণ আছে সেটার।”
এক দিনের ক্রিকেটের নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন মইন। তিনি বলেন, “নিয়মগুলো খুব খারাপ। প্রথম পাওয়ার প্লে-র পর এক জন বাড়তি ফিল্ডার ৩০ গজের মধ্যে থাকে। তাতে উইকেট নেওয়া খুব মুশকিল হয়। কোনও চাপ তৈরি করা যায় না। এক দিনের ক্রিকেটে ৬০-৭০ গড়ে রান তুলছে ব্যাটারেরা। কোনও ব্যাটারের উপর চাপ তৈরি করতে গেলেই রিভার্স-সুইপ মেরে দিচ্ছে। ব্যাটারেরা সুবিধা পেয়ে যাচ্ছে।”
শুধু পাওয়ার প্লে নয়, মইনের আপত্তি দু’টি নতুন বলে খেলা নিয়েও। তিনি বলেন, “দুটো করে নতুন বল ব্যবহার করা হয়। এর ফলে রিভার্স সুইং পাওয়া যায় না। সব বল ভাল ভাবে ব্যাটে আসে। বল নরম হয়ে যায় না। ফলে ব্যাটারেরা সুবিধা পেয়ে যায়। এই সব কারণেই আর কেউ এক দিনের ক্রিকেট পছন্দ করে না। ৫০ ওভারের ক্রিকেট মৃত।”