MS Dhoni

একসঙ্গে বসে হুক্কায় টান মারবেন বলে ধোনিকে খুঁজছেন পাঠান, ইউএস ওপেনে জোকোভিচের খেলা দেখছেন মাহি!

আবার আলোচনার কেন্দ্রে মহেন্দ্র সিংহ ধোনির হুক্কা খাওয়া। কারণ, ইরফান পাঠানের পুরনো একটি সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ধোনি অবশ্য আমেরিকায় টেনিস দেখতে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৬
Share:

আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারিতে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এক্স।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম দেখতে আমেরিকায় গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আর তাঁকে খুঁজছেন ইরফান পাঠান। ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের সঙ্গে হুক্কা খেতে চান প্রাক্তন অলরাউন্ডার!

Advertisement

বুধবার সমাজমাধ্যমে মহম্মদ শামিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ইরফান। তাঁর সেই পোস্টে এক ক্রিকেটপ্রেমী পুরনো একটি বিতর্ক খুঁচিয়ে দেন। তিনি লেখেন, ‘‘পাঠান ভাই সেই হুক্কাটার কী হল?’’ জবাবে ইরফান তাঁকে লেখেন, ‘‘আমি আর ধোনি একসঙ্গে বসে খাব।’’

ইরফানের পুরনো একটি সাক্ষাৎকারের অংশ সম্প্রতি ভাইরাল হয় সমাজমাধ্যমে। তাতে নাম না করে ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে ধোনিকে দুষেছিলেন ইরফান। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘কারও ঘরে গিয়ে হুক্কা সেজে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তেমন অভ্যাস আমার নেই। এখন আর এটা নিয়ে কথা বলার কোনও অর্থ হয় না। এক জন ক্রিকেটারের কাজ তার খেলায় মন দেওয়া। আমি সেটাই করতাম।’’ ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় অনেকে ধোনির হুক্কা টানার ছবি ট্যাগ করেছেন। ভারতীয় ক্রিকেট মহলে ধোনির হুক্কা টানার অভ্যাসের কথা সকলে জানেন। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে, ইরফানের এই মন্তব্য ধোনির উদ্দেশেই। উল্লেখ্য, ২০০৮ সালে ভারতীয় দল থেকে বাদ পড়ার কারণ হিসাবেও ধোনিকে দায়ী করেছিলেন প্রাক্তন অলরাউন্ডার।

Advertisement

সেই প্রসঙ্গ টেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফান বলেছেন, ‘‘২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় মাহি ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম বাদ পড়া নিয়ে। মাহি ভাই সংবাদমাধ্যমকে বলেছিল, আমার বোলিং পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক হচ্ছে না। আমি মাহি ভাইয়ের কাছে ওই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছিলাম। উত্তরে আমাকে বলেছি, ও সব কোনও ব্যাপার নয়। সব ঠিক আছে।’’

এক দিন আগেই ধোনির বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ করেন মোহিত শর্মা। ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলারের অভিযোগ ছিল, উইকেট নিয়েও চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে খুশি করতে পারেননি। তাঁকে মাঠেই গালিগালাজ করেন মাহি। ইরফানের ভাইরাল হওয়া মন্তব্য ধোনিকে ঘিরে বিতর্ক আরও উস্কে দিয়েছে। যদিও ধোনি আছেন নিজের মেজাজে। মঙ্গলবার ইউএস ওপেনে নোভাক জোকোভিচের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement