সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশেষ ভাবে সম্মানিত করতে পারে সচিন তেন্ডুলকরকে। দেশের হয়ে ৬৬৪টি ম্যাচ খেলা প্রাক্তন অধিনায়ককে জীবনকৃতি পুরস্কার দেওয়া হতে পারে। বিসিসিআই সূত্রে খবর, এ বার পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন সচিন।
আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার বোর্ডের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে সচিনের হাতে তুলে দেওয়া হতে পারে কর্নেল সিকে নাইডু জীবনকৃতি পুরস্কার। ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার এবং রবি শাস্ত্রী। বিসিসিআই এখনও সরকারি ভাবে সচিনের নাম এই পুরস্কারের প্রাপক হিসাবে ঘোষণা করেনি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় ক্রিকেটে আজীবন অবদানের জন্য সচিনকেই পুরস্কৃত করার পরিকল্পনা করেছেন বিসিসিআই কর্তারা।
৫১ বছরের সচিনকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসাবে ২০০ টেস্ট খেলার কৃতিত্ব রয়েছে তাঁর। টেস্টে তাঁর সংগ্রহ ১৫,৯২১ রান। দেশের হয়ে ৪৬৩টি এক দিনের ম্যাচ খেলে সচিন করেছেন ১৮,৪২৬ রান। দেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন সচিন।