রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।
পিতার দেখানো পথেই এগোচ্ছে অন্বয় দ্রাবিড়। নতুন দায়িত্ব পেয়েছে সে। ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের ছোট পুত্রকে অধিনায়ক করেছে কর্নাটক। আগামী মরসুমে তার নেতৃত্বে খেলবে দল।
কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে অন্বয়কে। বিনু মাঁকড় ট্রফিতে সে নেতৃত্ব দেবেন দক্ষিণ ভারতের এই দলকে। বাবা দ্রাবিড়ের মতোই অন্বয় ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষণও করে। অন্বয়ের বয়স মাত্র ১৬। এই বয়সেই অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। বোঝা যাচ্ছে, কর্নাটকের ক্রিকেটে এর মধ্যেই নিজের জায়গা করে ফেলেছে সে।
দ্রাবিড়ের বড় পুত্র সমিত ২০২৪ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু চোটের কারণে তাঁর অভিষেক হয়নি। দেশের জার্সিতে অভিষেকের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। সমিত আবার অলরাউন্ডার। ব্যাটের পাশাপাশি বলও করেন তিনি।
গত বছরই কর্নাটকের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছে অন্বয়। বিজয় মার্চেন্ট ট্রফিতে ৬ ম্যাচে ৮ ইনিংসে ৪৫৯ রান করেছে সে। গত বছরের এই পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলে। শুধু জায়গা নয়, একেবারে অধিনায়কের দায়িত্ব পেয়েছে অন্বয়।