R Ashwin Joins Big Bash League

আইপিএল ছেড়ে অন্য দেশের লিগে অশ্বিন, প্রথম ভারতীয় হিসাবে কোথায় যোগ দিলেন রবিচন্দ্রন

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার অন্য এক দেশের লিগে যোগ দিয়েছেন অশ্বিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নাম লিখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন তিনি। তবে ক্রিকেট এখনই ছাড়ছেন না ভারতের প্রাক্তন স্পিনার। নতুন ইনিংস শুরু করলেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ার লিগে খেলবেন অশ্বিন।

Advertisement

মহিলাদের বিগ ব্যাশে স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ়রা খেললেও ভারতের কোনও পুরুষ ক্রিকেটার এর আগে সেখানে খেলেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মের কারণে খেলার সুযোগ পাননি তাঁরা। কিন্তু অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন। ফলে তাঁর বিগ ব্যাশ লিগে খেলতে বাধা নেই।

বিগ ব্যাশের বেশ কয়েকটি দল অশ্বিনকে নিতে আগ্রহ দেখিয়েছিল। হোবার্ট হারিকেনস, সিডনি সিক্সার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সের মতো দলকে হারিয়ে অশ্বিনকে কিনেছে সিডনি থান্ডার। সেই দলের কোচ ট্রেভর বেলিস ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এ বার অশ্বিনকেও ওয়ার্নারের সঙ্গে খেলতে দেখা যাবে।

Advertisement

বিগ ব্যাশে নাম লেখালেও সব ম্যাচ হয়তো খেলতে পারবেন না অশ্বিন। আগামী সপ্তাহে ইন্টারন্যাশনাল টি২০ লিগের নিলাম রয়েছে। সেখানে সবচেয়ে বেশি ন্যূনতম মূল্য অশ্বিনের। সেই প্রতিযোগিতায় অশ্বিনকে কোনও দল কিনলে তাদের হয়েও খেলতে হবে ভারতের প্রাক্তন স্পিনারকে। সেই প্রতিযোগিতা শুরু হবে আগে। অর্থাৎ, সিডনি থান্ডারের হয়ে শেষ তিনটি ম্যাচে খেলতে পারবেন অশ্বিন। যদি তারা ফাইনালে ওঠে তা হলেও অশ্বিনকে পাওয়া যাবে।

গত বার বিগ ব্যাশের ফাইনালে উঠেছিল সিডনি থান্ডার। ফাইনালে হোবার্টের কাছে হারে তারা। এ বার আবার অস্ট্রেলিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন ওয়ার্নারেরা। সেই লড়াইয়ে তিনি সঙ্গে পাবেন অশ্বিনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement