Rashid Latif Slams Pakistan Coach

ধর্মীয় কারণে পাকিস্তানের নেতৃত্ব থেকে সরানো হয়েছে রিজ়ওয়ানকে! কোচকে নিশানা প্রাক্তন অধিনায়কের

পাকিস্তানের এক দিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মহম্মদ রিজ়ওয়ানকে। নতুন অধিনায়ক হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এই ঘটনায় শুরু বিতর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১০:২৬
Share:

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

আবার বিতর্কে পাকিস্তান ক্রিকেট। অধিনায়কত্ব বদল নিয়ে দলের প্রধান কোচকে নিশানা করেছেন প্রাক্তন অধিনায়ক। পাকিস্তানের এক দিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মহম্মদ রিজ়ওয়ানকে। নতুন অধিনায়ক হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

কেন রিজ়ওয়ানকে সরানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছু বলেনি। তবে জানা গিয়েছে, প্রধান কোচ মাইক হেসনের পরামর্শেই অধিনায়ক বদল করা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের মতে, হেসন সম্পূর্ণ ধর্মীয় কারণে রিজ়ওয়ানকে সরিয়েছেন। খেলা সংক্রান্ত কারণে তাঁকে সরানো হয়নি। নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, “শুধুমাত্র প্যালেস্টাইনের পতাকা হাতে তুলে নেওয়ায় রিজ়ওয়ানকে সরিয়ে দেওয়া হল। ইসলাম ধর্মাবলম্বীদের দেশে কি অন্য ধর্মের কাউকে অধিনায়ক করতে চাইছেন কোচ?”

লতিফের দাবি, দলের মধ্যে রিজ়ওয়ান এমন একটি সংস্কৃতি তৈরি করতে চাইছিলেন যেখানে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে। সেটাই নাকি পছন্দ হয়নি হেসনের। লতিফ বলেন, “হেসনই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সাজঘরে রিজ়ওয়ান যে সংস্কৃতি নিয়ে আসতে চাইছিল সেটা ওর পছন্দ ছিল না। কেন সেটা কেউ বুঝতে পারছে না? হেসনের পাঁচ-ছ’জনের একটা দল রয়েছে। ওরা পাকিস্তানের সাজঘরের সংস্কৃতি বদলাতে চাইছে। কই আমাদের সময় তো এমন কিছু হয়নি।”

Advertisement

আগে বহু বার প্রকাশ্যে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছেন রিজ়ওয়ান। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় প্যালেস্টাইনের মানুষদের উৎসর্গ করেছিলেন তিনি। পাকিস্তান সুপার লিগে তাঁর দল মুলতান সুলতান প্যালেস্টাইনের মানুষদের আর্থিক সাহায্য করেছিল। সেই বিষয়কেই তুলে এনেছেন লতিফ। তবে তাঁর এই কথায় শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে কি খেলার বাইরের বিষয় এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডে বেশি গুরুত্ব পাচ্ছে? প্রশ্ন করছেন সে দেশের ক্রিকেটপ্রেমীরাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement