শাহিদ আফ্রিদি। —ফাইল চিত্র।
পাকিস্তানের ক্রিকেটে অন্যতম উজ্জ্বল নাম দানিশ কানেরিয়া। ৬১টি টেস্ট খেলা এই স্পিনারের দাবি, তাঁর কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছিল। এখন আমেরিকায় থাকেন তিনি। কিন্তু শাহিদ আফ্রিদিদের ব্যবহার ভুলতে পারেননি। পাশে পেয়েছিলেন শুধু ইনজামাম উল হককে।
পাকিস্তানের হয়ে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার ছিলেন কানেরিয়া। প্রাক্তন লেগ স্পিনার বলেন, “পাকিস্তানে আমাদের আলাদা চোখে দেখা হত। আমার কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছিল। কখনও আমাকে সম্মান দেওয়া হয়নি। আলাদা ভাবে দেখা হত বলেই এখন আমি আমেরিকায় থাকি।”
কানেরিয়া জানিয়েছেন, তাঁকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিলেন আফ্রিদি। প্রাক্তন স্পিনার বলেন, “কেরিয়ারে ভালই খেলছিলাম। কাউন্টি ক্রিকেটও খেলছিলাম। অধিনায়ক হিসাবে ইনজামাম আমাকে খুব সাহায্য করেছে। সব সময় পাশে দাঁড়িয়েছে। শোয়েব আখতারও আমার পাশে ছিল। কিন্তু আফ্রিদি আমাকে বলেছিল ধর্ম পরিবর্তন করতে। বহু বার আমাকে এটা বলেছিল ও। ইনজামাম কখনও এ সব বলত না।”
এখনও পাক স্পিনারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক কানেরিয়া। ৬১টি টেস্টে ২৬১টি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু কখনও প্রাপ্য সম্মান পাননি বলে অভিযোগ তাঁর।