Unmukt Chand

Unmukt Chand: বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বিশ্বকাপে নামতে পারেন ভারতেরই বিরুদ্ধে

২০২১ সালে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন উন্মুক্ত। ২৯ বছরের এই ক্রিকেটার এখন আমেরিকার ক্রিকেটের মুখ। বিগ ব্যাশ লিগে খেলা প্রথম পুরুষ ভারতীয় তিনিই। আমেরিকার দলে রয়েছেন নিউজিল্যান্ডের হয়ে খেলা কোরি অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার রাস্টি থেরনও রয়েছেন ওই দলে। তাঁদের নিয়ে তৈরি আমেরিকা দল চমকে দিতেই পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ২১:৩৮
Share:

—ফাইল চিত্র

সব কিছু ঠিক থাকলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দেখা যেতে পারে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে। ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন উন্মুক্ত চন্দ। এখন তিনি আমেরিকার ক্রিকেট দলের সদস্য। বিশ্বকাপে সেই দলের হয়েই নামতে পারেন তিনি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। সেই বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে সুযোগ পাবে আমেরিকা। সেই দলের হয়েই খেলেন উন্মুক্ত। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ডেয়ারডেভিলস দলে থাকলেও সেই ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি উন্মুক্ত। বাদ পড়েন দিল্লির রাজ্য দল থেকেও। উত্তরাখন্ডের হয়ে খেলতে চলে যান তিনি। কিন্তু ভারতীয় ক্রিকেটে ব্রাত্যই থাকতে হয় তাঁকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ১১১ রানে অপরাজিত ছিলেন উন্মুক্ত, কিন্তু এর পর তিনি ভারতের ক্রিকেট মানচিত্র থেকেই আউট হয়ে যান।

Advertisement

২০২১ সালে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন উন্মুক্ত। ২৯ বছরের এই ক্রিকেটার এখন আমেরিকার ক্রিকেটের মুখ। বিগ ব্যাশ লিগে খেলা প্রথম পুরুষ ভারতীয় তিনিই। আমেরিকার দলে রয়েছেন নিউজিল্যান্ডের হয়ে খেলা কোরি অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার রাস্টি থেরনও রয়েছেন ওই দলে। তাঁদের নিয়ে তৈরি আমেরিকা দল চমকে দিতেই পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন