ICC ODI World Cup 2023

মুম্বইয়ে নামবেন কোহলিরা, কিন্তু ৬,৩২১ কিলোমিটার দূরে বিশ্বচ্যাম্পিয়নের গায়ে ভারতের জার্সি

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে এক বিশ্বচ্যাম্পিয়নের সমর্থন এল। তা-ও ৬,৩২১ কিলোমিটার দূর থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১২:৪৮
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে নামার আগে এক বিশ্বচ্যাম্পিয়নের সমর্থন পেয়ে গেলেন বিরাট কোহলিরা। জার্মানির ফুটবলার থমাস মুলার সমর্থন জানালেন ভারতীয় দলকে। তা-ও আবার ভারতের জার্সি গায়ে দিয়ে।

Advertisement

মুম্বই থেকে ৬,৩২১ কিলোমিটার দূরে জার্মানির মিউনিখে রয়েছেন মুলার। সেখানে তাঁকে ভারতের জার্সি উপহার হিসাবে পাঠিয়েছেন কোহলি। সেই জার্সি পরার ভিডিয়োও সমাজমাধ্যমে দিয়েছেন মুলার। কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন ২০১৪ সালে জার্মানির হয়ে ফুটবল বিশ্বকাপজয়ী তারকা।

তবে এই প্রথম নয়, ২০১৯ সালের বিশ্বকাপ শুরুর আগেও কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুলার। সে বার সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এ বারও সেমিফাইনালে সামনে সেই নিউ জ়িল্যান্ড।

Advertisement

চলতি বিশ্বকাপে অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতীয় দলকে। রাউন্ড রবিন পর্বে ন’টি ম্যাচের ন’টিতেই জিতেছেন রোহিত শর্মারা। অন্য দিকে শুরুটা ভাল করলেও মাঝে পর পর কয়েকটি ম্যাচ হেরেছে নিউ জ়িল্যান্ড। শেষ দুই ম্যাচে আবার জয়ে ফিরেছে তারা। ক্রিকেটারদের ফর্ম বিচার করলে ভারত কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু নকআউটে কোনও দল এগিয়ে নামে না। এ কথা জানেন রাহুল দ্রাবিড়। তাই দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী থাকার পাশাপাশি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন