(বাঁ দিকে) হর্ষ ভোগলে এবং সুন্দর পিচাই (ডান দিকে)। শনিবার ওভালের কমেন্ট্রি বক্সে। ছবি: এক্স।
নতুন ভূমিকায় সুন্দর পিচাই। ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টে ধারাভাষ্য দিয়েছেন গুগ্ল সিইও। শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসের শেষবেলায় হর্ষ ভোগলের সঙ্গে ওভালের কমেন্ট্রি বক্স ভাগ করে নেন পিচাই। জানান তাঁর ক্রিকেট প্রেমের কথা।
ঘটনাচক্রে, পিচাই যখন ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন, সে সময় ব্যাট করছিলেন ওয়াশিংটন সুন্দর। অর্থাৎ ধারাভাষ্য দিচ্ছিলেন এক সুন্দর, মাঠে খেলছিলেন আর এক সুন্দর। আক্ষরিক অর্থেই ওভালের তৃতীয় দিন হয়ে উঠেছিল সুন্দর-বন! পিচাই ধারাভাষ্য দেওয়ার সময়ে আগ্রাসী মেজাজে খেলছিলেন ওয়াশিংটন। দলের লিড বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে একের পর চার-ছক্কা মারছিলেন।
তাঁর ব্যাটিং উপভোগ করতে করতে নিজের ক্রিকেট প্রেমের কথা বলছিলেন পিচাই। তিনি বলেন, ‘‘সুনীল গাওস্কর অনেক বড় নাম ভারতীয় ক্রিকেটের। তবে আমি সচিন তেন্ডুলকরের ভক্ত। তেন্ডুলকরের খেলা দেখার চেষ্টা করতাম। সব সময় হয়তো সরাসরি সম্প্রচার দেখার সুযোগ হত না। পরে ইউটিউব বা অন্য ভাবে দেখে নিতাম সুযোগ মতো।’’ গুগ্ল সিইও চান ভারত-ইংল্যান্ড সিরিজ় শেষ হোক ২-২ ব্যবধানে। পিচাই বলেছেন, ‘‘অসাধারণ একটা সিরিজ়। দু’দলের মধ্যে দারুণ লড়াই হয়েছে। আমার তো মনে হয় ২-২ ফলে শেষ হলেই ভাল হবে।’’
১৯৮৬ সালে ভারত-অস্ট্রেলিয়ার টাই টেস্টের শেষ দিন চেন্নাইয়ের মাঠে ছিলেন পিচাই। মাঠে বসে ভারতীয় দলের খেলার দেখার সেটাই প্রথম অভিজ্ঞতা পিচাইয়ের। এখনও ব্যস্ততার মধ্যেও সময় সুযোগ মতো ক্রিকেট দেখেন। খবর রাখেন ভারতীয় ক্রিকেটের। শনিবার খেলা দেখতে এসে নতুন অভিজ্ঞতা অর্জন করেন ৫২ বছরের পিচাই। নতুন অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত তিনি।