IPL 2025

গুজরাত হারতেই চোখের জলে ভাসলেন শুভমনের বোন, সামলানো গেল না নেহরার পুত্রকেও! ক্যাচ ফেলাকেই দায়ী করলেন গিল

গুজরাতের হারের পর গ্যালারিতে কাঁদতে দেখা যায় কোচ আশিস নেহরার ছেলেকে। অনেকে মিলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কান্না থামেনি। শুভমনের বোন শাহনিলকে কাঁদতে দেখা যায়। তাঁকে সান্ত্বনা দেন বাকিরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৩:০৩
Share:

শুভমন গিল। ছবি: পিটিআই।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় নিল গুজরাত টাইটান্স। হেরে মাঠেই হতাশা প্রকাশ করেন শুভমন গিল। গ্যালারিতে চোখের জল ধরে রাখতে পারেননি তাঁর বোনও। কান্নায় ভেঙে পড়ে আশিস নেহরার পুত্র।

Advertisement

শুক্রবার রোহিত শর্মার দাপটে ২২৮ রান তোলে মুম্বই। সেই রান তাড়া করতে নেমে গুজরাত শেষ হয়ে যায় ২০৮ রানে। মরণ-বাঁচন ম্যাচে বিপক্ষের দুই সেরা ক্রিকেটারের ক্যাচ তিন বার ফস্কালে, সেই ম্যাচ জেতার আশা করা যায় না। ঠিক সেটাই হল গুজরাত টাইটান্সের ক্ষেত্রে। রোহিত এবং জনি বেয়ারস্টোর ক্যাচ ফেলে তারা। যার ফলে ম্যাচ হারতে হয় গুজরাতকে। ম্যাচ শেষে অধিনায়ক শুভমনও স্বীকার করেন, ক্যাচ ফেলাই কাল হল। ক্যাচ ফেলা নিয়ে বেশ হতাশ দেখায় তাঁকে। তিনি বলেন, “দুর্দান্ত ক্রিকেট। আমরা জেতার সুযোগ পেয়েছিলাম। শেষ তিন-চার ওভার আমাদের পক্ষে যায়নি। তিনটে সহজ ক্যাচ ফেললে জেতা যায় না। বোলারদের কিছু করার নেই। তিনটে ক্যাচ ফেললে কিছু করার থাকে না।”

(বাঁ দিকে) কাঁদছে আশিস নেহরার ছেলে। (ডান দিকে) কাঁদছেন শুভমন গিলের বোন। ছবি: এক্স।

গুজরাতের হারের পর গ্যালারিতে কাঁদতে দেখা যায় কোচ আশিস নেহরার ছেলেকে। অনেকে মিলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কান্না থামেনি। গুজরাতের ক্রিকেটারদের পরিবারের অনেকেই চণ্ডীগড়ে খেলা দেখতে গিয়েছিলেন। তাঁদেরও বেশ হতাশ দেখায়। শুভমনের বোন শাহনিলকে কাঁদতে দেখা যায়। তাঁকে সান্ত্বনা দেন বাকিরা।

Advertisement

হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে ২০২২ সালে আইপিএল জিতেছিল গুজরাত। এখন হার্দিক মুম্বইয়ের অধিনায়ক। সেই দলের বিরুদ্ধে হেরেই এ বারের আইপিএল থেকে বিদায় নিল গুজরাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement