Kagiso Rabada

ফাঁস গুজরাত বোলারের অন্তর্ধান রহস্য, কোথায় চলে গিয়েছিলেন রাবাডা?

আইপিএলের মাঝে আচমকাই গুজরাত টাইটান্স দল ছেড়ে দেশে ফিরতে হয়েছিল কাগিসো রাবাডাকে। শনিবার আসল রহস্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে, নিষিদ্ধ ওষুধ খেয়ে নির্বাসিত হওয়ার কারণেই দেশে ফিরেছিলেন রাবাডা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৯:২৮
Share:

কাগিসো রাবাডা। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলের মাঝে আচমকাই গুজরাত টাইটান্স দল ছেড়ে দেশে ফিরতে হয়েছিল কাগিসো রাবাডাকে। গুজরাত জানিয়েছিল, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সমস্যা’র সমাধান করতেই দেশে ফিরেছিলেন রাবাডা। শনিবার আসল রহস্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে, নিষিদ্ধ ওষুধ খেয়ে নির্বাসিত হওয়ার কারণেই দেশে ফিরেছিলেন রাবাডা।

Advertisement

সম্প্রতি ভারতে ফিরেছেন রাবাডা। তার পরেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংস্থা একটি বিবৃতিতে রাবাডার নির্বাসনের কথা জানিয়েছে। সেই বিবৃতিতে প্রোটিয়া বোলার বলেছেন, “আইপিএলের মাঝে ব্যক্তিগত কারণে দেশে ফিরেছিলাম বলে জানানো হয়েছিল। তবে বিনোদনমূলক একটি ড্রাগ ব্যবহার করে নির্বাসিত হওয়ার কারণেই দেশে ফিরতে হয়েছিল।”

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ‘এসএটি২০’ চলার সময় বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন রাবাডা। শক্তিবর্ধক ড্রাগ নয়। তাঁর নমুনায় নিষিদ্ধ এই ড্রাগ পাওয়ার পরেই সাময়িক ভাবে নির্বাসিত করা হয়। তিনি এসএটি২০-তে এমআই কেপ টাউনের হয়ে খেলেছিলেন।

Advertisement

রাবাডা আরও বলেছেন, “যারা আমার কাজের জন্য হতাশ তাদের কাছে ক্ষমাপ্রার্থী। ক্রিকেট খেলার অর্থ আমার কাছে অনেক বড়। আপাতত আমি সাময়িক ভাবে নির্বাসিত। তবে দ্রুত ক্রিকেটে ফেরার চেষ্টা করছি।”

রাবাডার সংযোজন, “আশা করি এই ঘটনা দিয়ে আগামী দিনে আমাকে বিচার করা হবে না। আগের মতোই কঠোর পরিশ্রম করব এবং ক্রিকেটের প্রতি নিজেকে উজাড় করে দেব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement