IPL 2025

অনুশীলনে দেরি! সুপারম্যানের পোশাক পরে শক্তিমান সাজতে হল হার্দিক, অর্জুনদের

পরেছেন সুপারম্যানের পোশাক। আচরণ করতে হল শক্তিমানের মতো। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের এ ভাবেই শাস্তি পেতে হল। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে দলের সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ২৩:০৭
Share:

সুপারম্যানের পোশাকে মুম্বইয়ের ক্রিকেটারেরা। ছবি: সমাজমাধ্যম।

পরেছেন সুপারম্যানের পোশাক। আচরণ করতে হল শক্তিমানের মতো। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের এ ভাবেই শাস্তি পেতে হল। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে দলের সমাজমাধ্যমে। সেখানে অধিনায়ক হার্দিক পাণ্ড্য, অর্জুন তেন্ডুলকর-সহ একাধিক ক্রিকেটারকে সুপারম্যানের পোশাকে দেখা গিয়েছে।

Advertisement

মুম্বই দলের কোন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ অনুশীলনে, দলের বৈঠকে এবং যাতায়াতের সময়ে দেরি করে আসেন তার একটি তালিকা তৈরি করা হয়েছে দল পরিচালন সমিতির তরফে। দেখা গিয়েছে, হার্দিক, অর্জুন ছাড়াও নমন ধীর, ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান, কর্ণ শর্মা এবং কয়েক জন সাপোর্ট স্টাফ রয়েছেন।

শাস্তি স্বরূপ প্রত্যেককে কমিক চরিত্র সুপারম্যানের পোশাক পরতে হয়েছে। তবে পোশাকের মাঝে ‘এস’ অক্ষরটির বদলে মুম্বই ইন্ডিয়ান্সের লোগো দেওয়া রয়েছে। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘সুপারম্যানের মতো দর্শন, শক্তিমানের মতো ব্যক্তিত্ব’। শক্তিমান যে ভাবে ডান হাত তুলে ঘুরতে ঘুরতে আকাশে উড়ে যেতেন, সে রকম ভঙ্গিমা করতে দেখা গিয়েছে হার্দিককে।

Advertisement

মুম্বই শিবিরের পরিবেশ এখন এ রকমই খোলামেলা। দু’দিন আগেই দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে তারা। এ বার লড়াই প্রথম দুয়ে শেষ করা। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। তার জন্য অবশ্য একটিই ম্যাচ পাচ্ছে তারা। ২৬ মে খেলা পঞ্জাবের সঙ্গে। সেটি জিতলেও প্রথম দুয়ে স্থান নিশ্চিত নয়। সেই লড়াইয়ে গুজরাত, পঞ্জাব এবং বেঙ্গালুরু রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement