Harmanpreet Kaur

সতীর্থের জন্য নিজের টাকা কমিয়ে আত্মত্যাগ হরমনপ্রীতের, বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তিকে রাখলই না ইউপি, কোন দলে কারা থাকলেন?

আগামী ২৭ নভেম্বর দিল্লিতে বসতে চলেছে মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দ্বিতীয় মহানিলাম। তার আগে প্রকাশ্যে এল বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরের আত্মত্যাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ২২:৫২
Share:

ডব্লিউপিএল ট্রফি নিয়ে হরমনপ্রীত কৌর। ছবি: সমাজমাধ্যম।

আগামী ২৭ নভেম্বর দিল্লিতে বসতে চলেছে মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দ্বিতীয় মহানিলাম। তার আগে প্রকাশ্যে এল বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরের আত্মত্যাগ। সতীর্থের জন্য দলের থেকে কম অর্থ নেওয়ার প্রস্তাব নিজে থেকেই দিলেন তিনি। এ দিকে, বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মাকে ছেড়ে দিয়েছে তাঁর দল ইউপি ওয়ারিয়র্জ়।

Advertisement

মহানিলামের আগে প্রতিটি দলকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানাতে হয়। বৃহস্পতিবারই ছিল শেষ দিন। মুম্বই পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। সাধারণত ধরে রাখা ক্রিকেটারদের নাম টাকার অঙ্ক অনুযায়ী সাজানো হয়। মুম্বইয়ের তালিকায় প্রথমে হরমনপ্রীত নয়, রয়েছে ন্যাট শিভার-ব্রান্টের নাম। ৩.৫ কোটি টাকায় তাঁকে ধরে রাখা হয়েছে। হরমনকে রাখা হয়েছে ২.৫ কোটিতে। গত তিন বছর ১.৮ কোটি টাকা করে পেয়েছিলেন হরমন।

গত তিনটি ডব্লিউপিএলের দু’টি জিতেছে মুম্বই। প্রতি বারই ভাল খেলেছেন ন্যাট। গত বার মুম্বই ফাইনালে উঠতে না পারলেও প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিলেন। সব মিলিয়ে ১০৭২ রান করে ডব্লিউপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ন্যাট। উইকেট নেওয়ার তালিকায় (৩৫) রয়েছেন পঞ্চম স্থানে।

Advertisement

২১৫ রান এবং ২২ উইকেট নিয়ে সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন দীপ্তি। তবে ডব্লিউপিএলে ইউপিকে বিশেষ সাফল্য এনে দিতে পারেননি। তাঁকে ছেড়ে দিয়েছে দল। গুজরাত জায়ান্টস ছেড়েছে লরা উলভার্টকে, যিনি ফাইনালে পরাজিত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। টানা তিন বার যিনি নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন, সেই মেগ ল্যানিংকে ছেড়ে দিয়েছে তারা। একইসঙ্গে অ্যালিসা হিলি এবং অ্যামেলিয়া কেরকেও ছেড়ে দেওয়া হয়েছে।

এ দিকে, পকেট ভরছে স্মৃতি মন্ধানার। ১০ লক্ষ টাকা বাড়িয়ে তাঁকে ৩.৫ কোটি টাকায় ধরে রেখেছে বেঙ্গালুরু। তবে গত তিন বছর স্মৃতি সর্বোচ্চ টাকা পাওয়া ক্রিকেটার ছিলেন। এ বার থাকবেন না। স্মৃতির সমান টাকা পাবেন মুম্বইয়ের ন্যাট, গুজরাতের অ্যাশলে গার্ডনারও।

কোন দল কাদের ধরে রাখল?

মুম্বই ইন্ডিয়ান্স: ন্যাট শিভার-ব্রান্ট (৩.৫ কোটি), হরমনপ্রীত কৌর (২.৫ কোটি), হেইলি ম্যাথুজ় (১.৭৫ কোটি), আমনজ্যোৎ কৌর (১ কোটি) এবং জি কমলিনী (৫০ লক্ষ)।

দিল্লি ক্যাপিটালস: জেমাইমা রদ্রিগেজ় (২.২ কোটি), শেফালি বর্মা (২.২ কোটি), অ্যানাবেল সাদারল্যান্ড (২.২ কোটি), মারিজ়‌ান কাপ (২.২ কোটি) এবং নিকি প্রসাদ (৫০ লক্ষ)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: স্মৃতি মন্ধানা (৩.৫ কোটি), রিচা ঘোষ (২.৭৫ কোটি), এলিস পেরি (২ কোটি) এবং শ্রেয়াঙ্কা পাটিল (৬০ লক্ষ)।

গুজরাত জায়ান্টস: অ্যাশলে গার্ডনার (৩.৫ কোটি) এবং বেথ মুনি (২.৫ কোটি)।

ইউপি ওয়ারিয়র্জ়‌: শ্বেতা সেহরাবত (৫০ লক্ষ)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement