ICC Women\'s ODI World Cup 2025

‘ভদ্রলোকের খেলা’ কেটে দিয়ে নতুন ক্রিকেট-ধর্মের ঘোষণা হরমনের! বিশ্বজয়ী অধিনায়ক হয়েই চ্যালেঞ্জ পুরুষতন্ত্রকে

ক্রিকেটকে বলা হয় ‘জেন্টলম্যান’স গেম’ বা ‘ভদ্রলোকের খেলা’। বহু দশক ধরেই ক্রিকেট সম্পর্কে এ কথা প্রচলিত। বিশ্বকাপ জেতার পর এই ধারণা বদলানোর বার্তা দিয়েছেন হরমনপ্রীত কৌর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৬:০০
Share:

বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে এবং বিশ্বকাপ নিয়ে ঘুম হরমনপ্রীত কৌরের। ছবি: ইনস্টাগ্রাম।

ক্রিকেট সম্পর্কে বলা হয় ‘জেন্টলম্যান’স গেম’ বা ‘ভদ্রলোকের খেলা’। অর্থাৎ ছেলেদের খেলা। প্রথম বার মহিলাদের এক দিনের বিশ্বকাপ জেতার পর চিরাচরিত এই বক্তব্যের মূলে আঘাত করেছেন হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা দলের অধিনায়কের বার্তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

বিশ্বজয়ের রাতে ট্রফি নিয়ে ঘুমিয়েছেন হরমনপ্রীত। পরে ছিলেন একটি নতুন টি-শার্ট। যাতে রয়েছে একটি বিশেষ বার্তা। ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করা ভারতের মহিলা দলের অধিনায়কের সোজাসাপ্টা ঘোষণা, ক্রিকেট আর শুধু ছেলেদের খেলা নয়। একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা বিশ্বজয়ী অধিনায়ককে দিয়েছে টি-শার্টটি। হরমনপ্রীতের বিশেষ এই টি-শার্টের পিঠে লেখা রয়েছে, ‘‘ক্রিকেট ইজ আ জেন্টলম্যান’স এভরিওয়ান’স গেম।’’ লেখাটির ‘আ জেন্টলম্যান’স’ অংশটি ‘স্ট্রাইক থ্রু’ বা কাটা রয়েছে। বলতে চাওয়া হয়েছে, ক্রিকেট এখন আর শুধু ভদ্রলোকের খেলা নয়, সকলের খেলা।

সমাজমাধ্যমে বিশেষ এই টি-শার্ট পরে নিজের ছবি পোস্ট করে হরমনপ্রীত লিখেছেন, ‘‘কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে। সে জন্যই ক্রিকেট সকলের খেলা।’’ বিশ্বজয়ী অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, এখন আর ক্রিকেটকে শুধু ছেলেদের খেলা বলা যাবে না। ছেলে-মেয়ে সকলেই সমান ২২ গজের দুনিয়ায়। ক্রিকেট প্রত্যেক মানুষের খেলা।

Advertisement

১৪০ কোটি মানুষের ভারতের জনপ্রিয়তম খেলা ক্রিকেট। এ দেশে ক্রিকেটকে ধর্মের সঙ্গে তুলনা করা হয়। ক্রিকেটারদের দেবতার চোখে দেখেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। সে দেশে ক্রিকেট কী করে আর শুধু ছেলেদের দখলে থাকে? বিশেষ করে রবিবার হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের বিশ্বজয়ের পর ক্রিকেট আক্ষরিক অর্থেই এ দেশে নারী-পুরুষ নির্বিশেষে সকলের খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement