India Vs Pakistan in Asia Cup 2025

এশিয়া কাপে এখনও সুযোগ রয়েছে পাকিস্তানের? আগামী রবিবার কী ভাবে হতে পারে ভারত-পাকিস্তান ফাইনাল?

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। কিন্তু এর পরেও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে সলমন আলি আঘাদের। তাঁদের সামনে কী অঙ্ক রয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬
Share:

এশিয়া কাপে কি আরও এক বার দেখা যাবে এই দৃশ্য? আরও এক বার কি টসে মুখোমুখি হবেন সলমন আঘা (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব? —ফাইল চিত্র।

চার দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দু’টি ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাকিস্তান হারলেও এখনও এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে তাদের। ভারত যা খেলছে তাতে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফাইনালে আবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। তবে তার জন্য পাকিস্তানের সামনে রয়েছে এক অঙ্ক।

Advertisement

এই পরিস্থিতিতে এশিয়া কাপের পয়েন্ট তালিকায় কোন দল কোথায় রয়েছে, তা এক নজরে দেখে নেওয়া যাক। সুপার ফোরের চার দল প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। তার পর পয়েন্টের বিচারে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দল ফাইনালে উঠবে। তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।

১) ভারত (২ পয়েন্ট, নেট রানরেট +০.৬৮৯)

Advertisement

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে সাত বল বাকি থাকতে সেই রান তুলে নেয় ভারত। ৬ উইকেটে জেতে তারা। অভিষেক শর্মা ও শুভমন গিলের ওপেনিং জুটির কোনও জবাব পাকিস্তানের বোলারদের কাছে ছিল না। এই জয়ের পর পয়েন্ট তালিকায় সকলের উপরে রয়েছে ভারত। তাদের নেট রানরেট সকলের থেকে বেশি।

২) বাংলাদেশ (২ পয়েন্ট, নেট রানরেট +০.১২১)

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। এক বল বাকি থাকতে রান তাড়া করে জিতে নেয় বাংলাদেশ। ৪ উইকেটে জেতে তারা। তবে ভারত আরও ভাল ভাবে জেতায় তাদের নেট রানরেট বেশি। ফলে বাংলাদেশের উপরে তারা।

৩) শ্রীলঙ্কা (০ পয়েন্ট, নেট রানরেট -০.১২১)

সুপার ফোরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে হেরেছে তারা। তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পরের ম্যাচ মঙ্গলবার। প্রতিপক্ষ পাকিস্তান।

৪) পাকিস্তান (০ পয়েন্ট, নেট রানরেট -০.৬৮৯)

ভারতের কাছে হারের পর পয়েন্ট তালিকায় সকলের নীচে পাকিস্তান। ভারত ভাল ভাবে জেতায় নেট রানরেটও অনেকটা কম সলমন আলি আঘাদের। এই পরিস্থিতি থেকে পাকিস্তানের ফাইনালে ওঠার লড়াই কঠিন।

এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে প্রথমে তাদের পরের দু’টি ম্যাচ জিততে হবে। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। বৃহস্পতিবার তাদের খেলা বাংলাদেশের বিরুদ্ধে। পাকিস্তান যদি এই দু’টি ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৪। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ ভারত জিতলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে সেমিফাইনাল। যে দল জিতবে সেই দল ফাইনালে উঠবে।

অর্থাৎ, পাকিস্তানের ফাইনালে ওঠা কিছুটা নির্ভর করছে ভারতের হাতে। ভারত যদি বাংলাদেশকে হারায় তা হলে সুবিধা হবে পাকিস্তানের। কারণ, সে ক্ষেত্রে পাকিস্তান নিজেদের পরের দু’টি ম্যাচ জিতলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দু’দলই পাকিস্তানের নীচে থাকবে। কিন্তু যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিন দলেরই পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে ঠিক হবে কোন দুই দল ফাইনাল খেলবে। তবে ভারত যে ভাবে খেলছে তাতে বাংলাদেশের পক্ষে জেতা কঠিন।

এই অঙ্ক যদি মিলে যায় তা হলে আগামী রবিবার আবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। পর পর তিন সপ্তাহে তিন বার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement