(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বাবর আজ়ম (ডান দিকে)। —ফাইল চিত্র।
ক্রিকেটের একাধিক বড় প্রতিযোগিতা রয়েছে ২০২৬ সালে। পুরুষ এবং মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও। ফলে ২২ গজের লড়াইয়ে বেশ কয়েক বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সূর্যকুমার যাদবদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় সলমন আলি আঘার দলের চ্যালেঞ্জ সামলাতে হবে সূর্যকুমারদের। এই প্রতিযোগিতায় একাধিক বার মুখোমুখি হতে পারে দু’দল। গ্রুপের ম্যাচ ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে হতে পারে ভারত-পাকিস্তান লড়াই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলাদা গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’-তে। প্রস্তাবিত সূচি অনুযায়ী লিগ পর্বে দু’দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। সুপার সিক্স পর্বেও দেখা যাবে না ভারত-পাকিস্তান লড়াই। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হতে পারে দু’দেশ।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের এক বার মুখোমুখি হওয়া নিশ্চিত। আগামী ১৪ জুন এজবাস্টনে হরমনপ্রীত কৌরদের খেলতে হবে ফতিমা সানাদের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালেও ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকছে।
সব মিলিয়ে ২০২৬ সালে ২২ গজে ভারত-পাকিস্তানের দু’বার মুখোমুখি হওয়া নিশ্চিত। পুরুষ এবং মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে খেলবে দু’দেশ। সব মিলিয়ে পাঁচ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি তিনটি ম্যাচ অবশ্য অনিশ্চিত। নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিযোগিতাগুলিতে দু’দলের পারফরম্যান্সের উপর।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং জবাবি অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। গত এশিয়া কাপে সূর্যকুমারেরা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। কথাও বলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি তাঁরা। সেই বিতর্ক এখনও চলছে। মহিলাদের এক দিনের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়েরা। সব মিলিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তাপ।