India vs England

পোপের উইকেট নেওয়া ইয়র্কারের রহস্য জানালেন বুমরা, কার কাছে শিখেছেন?

৯ উইকেট নিয়ে বুমরা বলেছেন, তিনি উইকেট সংখ্যা নিয়ে ভাবেন না। তাতে চাপ তৈরি হয়। দলের জয়ে অবদান রাখতে পারলেই তিনি খুশি হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১২
Share:

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

ক্রিকেটপ্রেমীদের একাংশের আশা ছিল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন যশস্বী জয়সওয়াল। কিন্তু তাঁর দ্বিশতরানের ইনিংসের থেকেও নির্বাচকদের কাছে বেশি গুরুত্ব পেল যশপ্রীত বুমরার ৯ উইকেট। ভারতীয় দলের সহ-অধিনায়ককে ম্যাচের সেরা হিসাবে বেছে নেওয়া হল।

Advertisement

দু’ইনিংসে ৯ উইকেটের মধ্যে প্রথম ইনিংসে অলি পোপকে আউট করা বুমরার ইয়র্কার নিয়ে আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। তুলনা করা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিসের ইয়র্কারের সঙ্গে। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার পর সেই ইয়র্কারের রহস্য জানতে চাওয়া হয় বুমরার কাছে। তিনি বলেন, ‘‘ছোট বেলায় টেনিস বলে খেলার সময় থেকেই ইউনিস, ওয়াসিম আক্রম, জাহির খানদের বোলিং দেখে শেখার চেষ্টা করতাম। তখন থেকেই ওদের মতো ইয়র্কার করার চেষ্টা করতাম। তখন মনে হত ইয়র্কার করলেই বোধহয় শুধু উইকেট পাওয়া যায়। তখন থেকেই তাই ইয়র্কার দেওয়া শিখেছি।’’ নিজের বোলিং নিয়ে বলেছেন, ‘‘ম্যাচের পরিস্থিতি, পিচের চরিত্র বুঝে বল করার চেষ্টা করি। প্রতিটি সমস্যার সমাধান করাই থাকে লক্ষ্য। প্রতিটি উইকেট আলাদা। প্রত্যেকটার গুরুত্ব আছে। উইকেট পাওয়ার জন্য নিজের সেরা দিয়েই চেষ্টা করি। যত রকম ভাবে বল করতে পারি, সবই ব্যবহার করি প্রয়োজন মতো।’’

ভারতের জোরে বোলারেরা সাধারণত উইকেটের জন্য তাকিয়ে থাকেন বিদেশ সফরের দিকে। বুমরা ভারতের পিচেই একের পর এক উইকেট তুলে নিচ্ছেন। বুমরা বলেছেন, ‘‘উইকেটের সংখ্যা নিয়ে ভাবি না। ছোটবেলায় ভাবতাম। বেশ উত্তেজিত লাগত। এখন দেশের হয়ে খেলার সময় উইকেট সংখ্যা নিয়ে ভাবলে চাপ তৈরি হয়। তার থেকে না গোনাই ভাল। দলের জয়ে অবদান রাখতে পেরেছি। এটাই আমাকে সব থেকে বেশি আনন্দ দেয়।’’ নিজেকে ভারতীয় বোলিং আক্রমণের নেতা বলে মনে করেন না বুমরা। তাঁর বক্তব্য, ‘‘দেখুন আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক নতুন বোলার আসছে। আমি ওদের পাশে থাকার চেষ্টা করি। পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এটা আমার দায়িত্ব।’’

Advertisement

বুমরা অবশ্য জানিয়েছেন, রোহিত শর্মার তাঁর সঙ্গে আলোচনা (নেতৃত্ব নিয়ে) করেন। জোরে বোলার বলেছেন, ‘‘আমরা সব কিছুই আলোচনা করি। আমি কী ভাবছি রোহিত জানতে চায়। আমি ওর ভাবনার কথা জেনে নিই। সেই মতো খেলার চেষ্টা করি আমরা।’’

বুমরা বলেছেন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের সঙ্গে তাঁর কোনও লড়াই নেই। তাঁর বক্তব্য, ‘‘কোনও লড়াই নেই। আমার জোরে বোলিং দেখতে ভাল লাগে। বোলার আমার দলের হোক বা প্রতিপক্ষ দলের— সবার বোলিং দেখার চেষ্টা করি। কেউ ভাল করলে তো অবশ্যই দেখি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন