Jay Shah

ব্রিসবেন অলিম্পিক্সেও ক্রিকেট চান জয় শাহ, ভারতের ম্যাচে থাকবেন আইসিসি চেয়ারম্যান?

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। তবে ২০৩২-এর ব্রিসবেন অলিম্পিক্সেও ক্রিকেট থাকবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। সেটা নিশ্চিত করতে চাইছেন জয় শাহ। তিনি থাকতে পারেন ভারতের ম্যাচেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯
Share:

ব্রিসবেন অলিম্পিক্সের দফতরে জয় শাহ। ছবি: সমাজমাধ্যম।

চার বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। তবে ২০৩২-এর ব্রিসবেন অলিম্পিক্সেও ক্রিকেট থাকবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। সেটা নিশ্চিত করতে চাইছেন জয় শাহ। আইসিসি-র নতুন চেয়ারম্যান বৃহস্পতিবার বৈঠক করেছেন ব্রিসবেন অলিম্পিক্সের আয়োজক কমিটির কর্তাদের সঙ্গে। ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

লস অ্যাঞ্জেলেসে ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা। ক্রিকেটের জন্য স্টেডিয়াম বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মূল অলিম্পিক্স লস অ্যাঞ্জেলেসে হলেও ক্রিকেট হতে পারে আমেরিকার পূর্ব দিকের মায়ামি বা নিউ ইয়র্ক শহরে।

অস্ট্রেলিয়ায় ক্রিকেট ভালই জনপ্রিয়। তবে ব্রিসবেনে ক্রিকেট থাকার ব্যাপারে নিশ্চয়তা নেই। তাই ব্রিসবেনে গিয়ে অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্যকর্তা নিক হকলির সঙ্গে দেখা করেছেন জয় শাহ। নিজেই সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে কর্তাদের সঙ্গে এক টেবিলে বসে বেশ কিছু বক্তব্যও রাখতে দেখা গিয়েছে আইসিসি চেয়ারম্যানকে।

Advertisement

আগামী শনিবার থেকে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হয়েছে ব্রিসবেনে। সেই ম্যাচে হাজির থাকার কথা জয় শাহের। তবে প্রতি দিনই থাকবেন কি না তা জানা যায়নি।

তবে জয় শাহের কাছে আপাতত প্রধান চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমাধানসূত্র বার করা। প্রতিযোগিতা শুরুর দিন ক্রমশ এগিয়ে এলেও এখনও সূচি ঘোষিত হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement