ICC T20 World Cup 2026

ফোনে জট কাটল না, বাংলাদেশে দূত পাঠাতে পারেন জয় শাহ! দাবি সে দেশের ক্রীড়া উপদেষ্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের জট কাটাতে বাংলাদেশে যেতে পারে আইসিসির প্রতিনিধিদল। বিসিবি কর্তাদের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন তাঁরা। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল অবশ্য সুর নরমের ইঙ্গিত দেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:৩৪
Share:

(বাঁ দিকে) জয় শাহ এবং আসিফ নজরুল (ডান দিকে)। —ফাইল চিত্র।

মুস্তাফিজুর রহমান বিতর্কে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কর্তারা একাধিক বার অনুরোধ করলেও সুর নরম করেননি বিসিবি কর্তারা। সমস্যা সমাধানে বাংলাদেশে দূত পাঠাতে পারেন জয়। সে দেশে গিয়ে মুখোমুখি আলোচনা করতে পারেন আইসিসি কর্তারা।

Advertisement

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে হাতে সময় খুবই কম। অথচ বাংলাদেশকে নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসন্ন আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ সে দেশের অন্তর্বর্তিকালীন মুহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। লিটন দাসের দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় ভারতে দল পাঠাতে রাজি নয় বিসিবি। তাদের ম্যাচগুলি সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার আবেদন করেছে। কিন্তু সূচি অনুযায়ী সব ব্যবস্থা হয়ে যাওয়ায় ম্যাচ সরাতে রাজি নন আইসিসি কর্তারা। ক্রিকেটারদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তাঁরা। দু’পক্ষের মধ্যে একাধিক বার চিঠি চালাচালি হয়েছে। ভিডিয়ো কনফারেন্সে বৈঠক হয়েছে। তার পরও সমস্যা মেটেনি।

এই পরিস্থিতিতে বাংলাদেশে গিয়ে বিসিবি কর্তাদের সঙ্গে কথা বলতে পারেন আইসিসি কর্তারা। এমনই দাবি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার। সংবাদমাধ্যমকে আসিফ বলেছেন, ‘‘শেষ খবর অনুযায়ী, আইসিসি কর্তারা কথা বলতে বাংলাদেশে আসতে পারেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আমাকে জানিয়েছেন, আলোচনার জন্য আইসিসির প্রতিনিধিরা আসতে পারেন। তবে আমাদের অবস্থান বদলের কোনও সম্ভাবনা নেই। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে রয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে খেলতে আমাদের কোনও সমস্যা নেই। বিশ্বাস করি, আয়োজন করা অসম্ভব নয়।’’

Advertisement

অন্য দিকে, বাংলাদেশের ইংরেজি দৈনিক ‘ডেলি স্টার’-কে বিসিবির এক কর্তা বলেছেন, ‘‘আমাদের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আইসিসির কয়েক জন প্রতিনিধি আসতে পারেন। তাঁরা কবে আসবেন, তা এখনও জানানো হয়নি। আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি।’’ প্রয়োজনে বিশ্বকাপের সূচি বদল করার কথা আইসিসির প্রতিনিধিদের বলা হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির ওই কর্তা।

গত ১৩ জানুয়ারি বিসিবি কর্তাদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন আইসিসির প্রতিনিধিরা। মঙ্গলবারের বৈঠকে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ছাড়াও ছিলেন দুই সহ-সভাপতি মহম্মদ সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালন কমিটির প্রধান নাজমুল আবেদিন এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী। ওই বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বলেন, বিশ্বকাপের সূচি অনেক আগেই চূড়ান্ত হয়েছে। সেইমতো সব ব্যবস্থাও করা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিসিবি কর্তাদের আর একবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ করেন তাঁরা। বাংলাদেশ দলের জন্য যথাযথ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়। কিন্ত তাঁদের অনুরোধ মানতে চাননি বিসিবি কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement