Mahakaleshwar Temple

তৃতীয় এক দিনের ম্যাচের আগে উজ্জৈনের মহাকালেশ্বর মন্দিরে গম্ভীর, যোগ দিলেন ভস্মারতিতে

ভারত-নিউ জ়িল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ় এখন ১-১। রবিবার এক দিনের সিরিজ়ের নির্ণায়ক ম্যাচ। তার আগে উজ্জৈনের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন গৌতম গম্ভীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১২:২০
Share:

মহাকালেশ্বর মন্দিরে গৌতম গম্ভীর। ছবি: এক্স।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ রবিবার। তার আগে উজ্জৈনের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন গৌতম গম্ভীর। শুক্রবার ভোরে মহাকালেশ্বর মন্দিরে যান ভারতীয় দলের কোচ। ভোরের ভস্মারতির সময়ও উপস্থিত ছিলেন গম্ভীর।

Advertisement

দেশের যে কোনও শহরে গেলে সেখানকার বিখ্যাত মন্দিরে পুজো দেন গম্ভীর। যেমন কলকাতায় এলে কালীঘাটে পুজো দেন। রবিবার ইনদওরে ম্যাচ। তার আগে বৃহস্পতিবার রাতে উজ্জৈনে যান গম্ভীর। সকালে পুজো দিয়ে এ দিনই দলের সঙ্গে যোগ দেবেন কোচ। দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দির। সমাজমাধ্যমে গম্ভীরের পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। পুজো দেওয়া পর গম্ভীর বলেন, ‘‘এখানকার ব্যবস্থা খুব ভাল। খুব ভাল ভাবে দর্শন করেছি। আমি আত্মবিশ্বাসী, আমাদের দল আবার জয়ের ফিরবে।’’

তিন ম্যাচের এক দিনের সিরিজ় এখন ১-১। প্রথম ম্যাচে ভারতীয় দল জেতার পর দ্বিতীয় ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে গিয়েছেন শুভমন গিলেরা। রাজকোটে কাজে লাগেনি লোকেশ রাহুলের শতরানের ইনিংস। রবিবার এক দিনের সিরিজ়ের নির্ণায়ক ম্যাচ। তার পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে দু’দল। যা মূলত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement