Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হতে পারে দুবাইয়ে, ফাইনাল পাবে পাকিস্তান?

গ্রুপ পর্বে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। যদি রোহিত শর্মার দল নকআউট পর্বে উঠতে পারে তা হলে তখনও দুবাইয়েই খেলবে তারা। অর্থাৎ, ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২২:২২
Share:

ভারতীয় দল। —ফাইল চিত্র।

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলবে না। তাই হাইব্রিড মডেলেই হবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

Advertisement

গ্রুপ পর্বে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। যদি রোহিত শর্মার দল নকআউট পর্বে উঠতে পারে তা হলে তখনও দুবাইয়েই খেলবে তারা। অর্থাৎ, ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গিয়েছে যে, চেয়ারম্যান মোহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট সংস্থার প্রধান শেখ নাহান আল মুবারকের মধ্যে কথা হয়েছে।

অনেক বিতর্কের শেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের ফলে লক্ষ্মীলাভ হয়েছে তাদের। ভারত সে দেশে খেলতে না যাওয়ায় বাড়তি ৩৮ কোটি টাকা পাচ্ছে নকভির নেতৃত্বাধীন বোর্ড।

Advertisement

আইসিসি আগেই জানিয়েছিল, ভারতের ম্যাচগুলি অন্য দেশে হবে। কোন দেশে হবে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, দুবাইয়ে হতে পারে ম্যাচগুলি। যেহেতু পাকিস্তান আয়োজক দেশ, তাই অন্য দেশে ম্যাচ আয়োজনের টাকা দিতে হবে তাদেরই। সেই কারণে আইসিসির থেকে বাড়তি টাকা পাবে তারা। তবে ভারত যদি ফাইনালে উঠতে না পারে তা হলে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে বলে জানা গিয়েছে।

ভারত প্রথম থেকেই জানিয়েছিল যে, পাকিস্তানে গিয়ে খেলবেন না রোহিতেরা। যে কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হচ্ছে। পাকিস্তান প্রথমে এতে রাজি ছিল না। অনেক আলোচনার পরে অবশেষে তারা রাজি হয়। তবে তারা পাল্টা দাবি জানায় যে, ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে তারাও এ দেশে আসবে না। নিরপেক্ষ দেশে খেলবে। পাকিস্তানের সেই দাবিও মেনে নিয়েছে আইসিসি। আপাতত ২০২৭ সাল পর্যন্ত দু’দেশ দু’দেশের মাটিতে খেলতে যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement