India-Pakistan Cricket

সামরিক সংঘর্ষের পর প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ, ক্রিকেট মাঠে কবে মুখোমুখি হবে দু’দল

জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়া কাপ নিয়ে বৈঠক রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়নি ভারত, পাকিস্তান কোনও দেশই। ফলে ২২ গজে মুখোমুখি হতে পারে দু’দেশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১১:১২
Share:

—প্রতীকী চিত্র।

ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের পর প্রথম বার ক্রিকেট মাঠে মুখোমুখি হতে পারে দু’দেশ। পরস্পর দেশে দল না পাঠানোর অবস্থানে দু’বোর্ড অনড় থাকলেও এশিয়া কাপের ম্যাচ এড়িয়ে যাওয়া কঠিন। তাই ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হতে পারেন সূর্যকুমার যাদব এবং মহম্মদ রিজ়ওয়ানেরা।

Advertisement

পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা। তবে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়ায় এশিয়া কাপ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও প্রতিযোগিতা বাতিল করতে নারাজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুটি দেশের সম্পর্কের অবনতির প্রভাব এশিয়া কাপে পড়তে দিতে নারাজ এসিসি কর্তারা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। প্রতিযোগিতা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। তেমন হলে দেশের মাঠে এশিয়া কাপ আয়োজন করা হবে না বিসিসিআইয়ের। আবার শুধু পাকিস্তানের ম্যাচগুলিও হতে পারে আমিরশাহিতে।

জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়া কাপ নিয়ে বৈঠক রয়েছে এসিসি। তার পর সূচি ঘোষণা হবে। ভারত-পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহির খেলার কথা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপের রানার্স ওমান এবং তৃতীয় হংকংয়েরও অংশ নেওয়ার কথা। কিন্তু তাদের ছাড়াই হতে পারে প্রতিযোগতা।

Advertisement

ভারতে প্রতিযোগিতা হলেও রিজ়ওয়ানদের পাঠাত না পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মধ্যস্থতার সময়ই ঠিক হয়ে গিয়েছিল, প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের ম্যাচগুলি বাংলাদেশ বা শ্রীলঙ্কায় হবে। বর্তমান পরিস্থিতিতে গোটা প্রতিযোগিতাই হতে পারে নিরপেক্ষ দেশে। যদিও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত এশিয়া কাপও হয়েছিল হাইব্রিড মডেলে। পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। ভারতের ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায়। সে বার ভারত-পাকিস্তান তিন বার পরস্পরের মুখোমুখি হয়েছিল। সূচির জন্য সমালোচিত হয়েছিল এসিসি। ব্যবসায়িক লাভের কথা মাথায় রেখে এমন ভাবে সূচি তৈরি করা হয়েছিল, যাতে ভারত-পাকিস্তান ম্যাচ বেশি সংখ্যায় হয়। এ বার তেমন হওয়ার সম্ভাবনা কম। পাকিস্তানের সঙ্গে কোনও রকম ক্রিকেটীয় সম্পর্ক না রাখার পক্ষে বিসিসিআই কর্তাদের একাংশ। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও ব্যক্তিগত ভাবে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখার বিরোধী। দু’দলকে একই গ্রুপে রাখা এবং একাধিক ম্যাচ আয়োজনের বিরোধিতা করতে পারে বিসিসিআই। শুধু প্রতিযোগিতার স্বার্থে নকআউট পর্বে মুখোমুখি হতে হলেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। সামরিক সংঘর্ষের পর ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান আবার কবে মুখোমুখি হবে, তা জানা যাবে এশিয়া কাপের সূচি ঘোষণার পর। কারণ বিসিসিআই বা পিসিবি কোনও পক্ষই এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর কথা জানায়নি।

মহিলাদের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। এক দিনের বিশ্বকাপে কলম্বোয় দু’দল মুখোমুখি হবে আগামী ৫ অক্টোবর। তার আগেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে হবে সূর্যকুমারদের। আইসিসি বা এসিসির প্রতিযোগিতাগুলিতে নিরপেক্ষ দেশে হলেও খেলতে হবে। না হলে শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই বিসিসিআই কর্তাদের একাংশ ক্রিকেট মাঠে পাকিস্তানকে এড়াতে চাইলেও তা কঠিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement