ভারত এবং পাকিস্তানের সমর্থকেরা। — ফাইল চিত্র।
দ্বিপাক্ষিক না হলেও সম্প্রতি বিভিন্ন ধরনের ক্রিকেটে একাধিক ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি একই দিনে দু’টি ম্যাচ হতে চলেছে। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ যে ওই দিন হবে, তা আগেই নির্ধারিত ছিল। এ বার উঠতি মহিলাদের এশিয়া কাপেও ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে।
সোমবার এশীয় ক্রিকেট সংস্থা (এসিসি) ঘোষণা করেছে রাইজ়িং স্টার্স এশিয়া কাপের সূচি। ছেলেদের পর এ বার মেয়েদেরও এই প্রতিযোগিতা হচ্ছে। ভারত এবং পাকিস্তান, দুই দেশেরই ‘এ’ বা দ্বিতীয় সারির দল এই প্রতিযোগিতায় খেলবে। মহিলাদের প্রতিযোগিতা হবে তাইল্যান্ডে, ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সব ম্যাচই হবে ব্যাঙ্ককে। পূর্ণ সদস্যের দেশগুলির দ্বিতীয় সারির দল খেললেও সহযোগী দেশগুলির প্রথম সারির দলই প্রতিযোগিতায় খেলবে।
ছেলেদের এশিয়া কাপ, পুরুষদের রাইজ়িং স্টার্স এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো আবারও একই গ্রুপে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তানকে। তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপাল। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং তাইল্যান্ড রয়েছে।
ভারত এবং পাকিস্তান দু’দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামবে। সেই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বেলা ১২.৩০টা থেকে। ছেলেদের ম্যাচ রয়েছে সে দিন সন্ধ্যা ৭টা থেকে। ফলে দু’টি ম্যাচ পিঠোপিঠি হওয়ার সম্ভাবনাই নেই। মহিলাদের ম্যাচটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অর্থাৎ চার ঘণ্টার মধ্যে খেলা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা।
রাইজ়িং স্টার্স প্রতিযোগিতায় গ্রুপের সেরা দু’টি দল সেমিফাইনালে উঠবে। ফলে ফাইনালে আবার ভারত-পাকিস্তান লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতায় পাকিস্তান ছাড়াও ভারতের বাকি দুই প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ ১৩ ফেব্রুয়ারি (আমিরশাহি, সকাল ৮টা) এবং ১৭ ফেব্রুয়ারি (নেপাল, সকাল ৮টা)।