নতুন রূপে লোকেশ রাহুল। ছবি: এক্স।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে নতুন রূপে দেখা যাবে লোকেশ রাহুলকে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রায় ঘাড় পর্যন্ত চুল ছিল রাহুলের। অস্ট্রেলিয়ায় পৌঁছে চুলে নতুন ছাঁট দিয়েছেন একদিনের দলের উইকেটরক্ষক-ব্যাটার।
সমাজমাধ্যমে নিজের নতুন ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাহুল। ছবিতে দেখা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের সময়ে যতটা বড় চুল ছিল, এখন সেটা কিছুটা কমিয়েছেন রাহুল। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, তাঁকে অনেক তরতাজা এবং তরুণ দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার পৌঁছে রাহুল বৃহস্পতিবার গিয়েছিলেন পার্থের এক পছন্দের কেশসজ্জা শিল্পীর কাছে। তিনিই রাহুলের মুখ এবং ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ভাবে চুল কেটে দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভাল ফর্মে ছিলেন রাহুল। অহমদাবাদ টেস্টে শতরান এবং দিল্লি টেস্টে অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছেন। ভারতের এক দিনের দলে তিনিই এখন প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটার। স্বভাবতই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে তাঁর উপর অনেকটাই ভরসা করবেন গৌতম গম্ভীর, শুভমন গিলেরা। গত বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন রাহুল।