Asia Cup Rising Star 2025

ছোটদের এশিয়া কাপের সেমিফাইনালে জীতেশ-সূর্যবংশীরা, ওমানকে ৬ উইকেটে হারাল ভারত ‘এ’

ওমানকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত ‘এ’। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ চারে জায়গা করে নিলেন জীতেশ শর্মারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২৩:০১
Share:

এশিয়া কাপ রাইজিং স্টারের শেষ চারে বৈভব সূর্যবংশীরা (ডান দিকে)। ছবি: এক্স।

এশিয়া কাপ রাইজিং স্টারের ম্যাচে ওমানকে ৬ উইকেট হারাল ভারত ‘এ’ দল। প্রথমে ব্যাট করে ওমান করে ৭ উইকেটে ১৩৫ রান। জবাবে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ১৩৮ রান জীতেশ শর্মাদের। মঙ্গলবারের ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গেল ভারত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট হল ভারতের।

Advertisement

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জীতেশ। কিন্তু প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেনি ওমান। ওপেনার কর্ন সোনাভালে (১২) শুরুতেই আউট হয়ে যান সুযষ শর্মার বলে। পরিস্থিতি সামাল দেন অন্য ওপেনার হাম্মাদ মির্জা এবং তিন নম্বরে নামা ওয়াসিম আলি। অধিনায়ক হাম্মাদ ১৬ বলে ৩২ রান করেন ৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে। ওয়াসিম খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। তাঁর ৪৫ বলের ইনিংসে রয়েছে ৫টি চার এবং ১টি ছয়। চার নম্বরে নামা নারায়ণ সাইশিব করেন ১৪ বলে ১৬। ওমানের আর কোনও ব্যাটার দু’অঙ্কের রানও করতে পারেননি।

ভারতের সফলতম বোলার সুযষ ১২ রানে ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া ৩৭ রানে ২ উইকেট গুরজনপীত সিংহের। ১টি করে উইকেট নিয়েছেন বিজয়কুমার বৈশাখ, হর্ষ দুবে এবং নমন ধীর।

Advertisement

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতেরও। দ্রুত আউট হয়ে যান ওপেনার বৈভব সূর্যবংশী (১২)। ১৪ বছরের ব্যাটার খেললেন ১৩ বল। চেনা মেজাজে পাওয়া গেল না তাঁকে। অন্য ওপেনার প্রিয়াংশ আর্যও (১০) পেলেন না। তিন নম্বরে নেমে নমন খেললেন ১৯ বলে ৩০ রানের ইনিংস। মারলেন ২টি চার এবং ২টি ছক্কা। ভারতের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন হর্ষ। ৪৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। মারলেন ৭টি চার এবং ১টি ছয়। শেষ বেলায় আউট হলেন নেহাল ওয়াধেরা। তিনি করেন ২৪ বলে ২৩। শেষ পর্যন্ত হর্ষের সঙ্গে ২২ গজে অপরাজিত ছিলেন অধিনায়ক জীতেশ (১ বলে ৪)।

ওমানের সফলতম বোলার জয় ওদেদরা ১৮ রানে ১ উইকেট নিয়েছেন। এ ছাড়া আরিয়ান বিস্ট ২৪ রানে ১ উইকেট নিয়েছেন। ৩৭ রানে ১ উইকেট সময় শ্রীবাস্তবের। ৪১ রানে ১ উইকেট নিয়েছেন শফিক জান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement