Shubman Gill

বিজয় হজারে ট্রফির ম্যাচেও ব্যর্থ শুভমন, নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে অধিনায়কের ফর্ম উদ্বেগ বাড়াচ্ছে কোচ গম্ভীরের

কিছু দিন ধরে চেনা ফর্মে নেই শুভমন গিল। জায়গা পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে বিজয় হজারে ট্রফির ম্যাচেও ব্যর্থ ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২২:০৭
Share:

(বাঁ দিকে) শুভমন গিল এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফিতে ব্যর্থ শুভমন গিল। অসুস্থতা কাটিয়ে মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে খেলতে নামেন ভারতীয় দলের অধিনায়ক। ১২ বলে ১১ রান করে আউট হয়ে যান তিনি। স্বভাবতই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে চাপ বাড়ল শুভমনের।

Advertisement

বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে নেই শুভমন। তার উপর চোট, অসুস্থতায় জর্জরিত। ফর্মে না থাকায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি। যদিও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তিনিই নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। ওই সিরিজ়ের প্রস্তুতি হিসাবে বিজয় হজারে ট্রফির দু’টি ম্যাচ খেলার কথা ছিল শুভমনের। গত ৩ ডিসেম্বর সিকিমের বিরুদ্ধে খেলতে পারেননি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ায়। গুরুতর অসুস্থ না হলেও নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে ঝুঁকি নিতে চায়নি পঞ্জাব দলের মেডিক্যাল টিম। বিশ্রাম দেওয়া হয় তাঁকে।

সুস্থ হয়ে মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে মাঠে নামেন শুভমন। কিন্তু রানে ফিরতে পারলেন না। ১২ বল খেলে ১১ রান করে আউট হয়ে যান। তাঁর ব্যাট থেকে এসেছে ২টি চার। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের আগে অধিনায়কের ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে।

Advertisement

শুভমন রান না পেলেও পঞ্জাবের অবশ্য জিততে অসুবিধা হয়নি। প্রথমে ব্যাট করে ৩৩.৩ ওভারে ২১১ রান করে গোয়া। ৪৩ বলে ৬৬ রান করেন সুয়শ প্রভুদেশাই। ৫৯ বলে ৫৪ ললিত যাদবের। ২৬ রানে ২ উইকেট নেন অর্শদীপ সিংহ। ২৯ রানে ৩ উইকেট ময়ঙ্ক মার্কান্ডের। জবাবে ৩৫ ওভারে ৪ উইকেটে ২১২ পঞ্জাবের। ৯০ বলে ৯৪ করেন হরনুর সিংহ। ৬৫ বলে ৬৮ করেন নমন ধীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement