রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ফিটনেস ফ্রিক বিরাট কোহলি কয়েক বছর আগেই প্রিয় ছোলে বাটুরে খাওয়া ছেড়ে দিয়েছেন। রোহিত শর্মাও এখন প্রিয় বড়া পাও দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। এক ভক্ত রোহিতের জন্য বড়াপাও এনেছিলেন। বদলে যাওয়া রোহিত সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন।
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউ জ়িল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ়। তার আগে ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক। মুম্বইয়ের হয়ে বিজয় হজারে ট্রফির দু’টি ম্যাচ খেলার পর নিউ জ়িল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত। মঙ্গলবার অনুশীলনের মাঝে নেটের ধারে এসে একটু বিশ্রাম নিচ্ছিলেন রোহিত। সে সময় তাঁর অনুশীলন দেখতে আসা এক ভক্ত চেঁচিয়ে জিজ্ঞেস করেন, ‘‘রোহিত ভাই বড়া পাও খাবেন?’’ কপালের ঘাম মুছতে মুছতে সেই ভক্তের দিকে তাকান রোহিত। হাতের ইশারায় জানিয়ে দেন খাবেন না। রোহিতের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
গত বর্ডার-গাওস্কর সিরিজ়ের পর ভারতীয় দলে রোহিতের জায়গা এক রকম অনিশ্চিত হয়ে পড়ে। তাঁর ফিটনেস নিয়ে খুশি ছিলেন না কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর। দেশে ফিরে ফিটনেস বৃদ্ধিতে নজর দেন। ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের কাছে অনুশীলন শুরু করেন। ১০ কেজি ওজন কমিয়ে ফেলেন। প্রিয় বড়া পাও-সহ অনেক খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিয়েছেন। দলের উৎসবে এখন কেকও মুখে দেন না।
গত আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। রোহিতের লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলা। সাদা বলের আধুনিক ক্রিকেটে ফিটনেস গুরুত্বপূর্ণ। তাই আর ঝুঁকি নিতে চাইছেন না। কোহলির যেমন খাদ্যতালিকা থেকে প্রিয় ছোলে বাটুরে ছেঁটে ফেলেছেন, রোহিতও তেমন বড়া পাও।