Kranti Gaud

মেয়ে বিশ্বচ্যাম্পিয়ন হতেই ১৩ বছর পর চাকরি ফিরে পেলেন বাবা, হরমনপ্রীতের দলের ক্রান্তির পরিবারে স্বস্তি

মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রান্তি গৌড়কে সংবর্ধনা দেয় মধ্যপ্রদেশ সরকার। সেই অনুষ্ঠানে ক্রান্তির আর্থিক সমস্যার কথা জেনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আশ্বাস দেন তাঁর বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২০:০৪
Share:

ক্রান্তি গৌড়। —ফাইল চিত্র।

নির্বাচনী দায়িত্বে গাফিলতির অভিযোগে ২০১২ সালে নিলম্বিত (সাসপেন্ড) হয়েছিলেন পুলিশের কনস্টেবল মুন্না সিংহ গৌড়। মধ্যপ্রদেশ পুলিশের কর্মী চাকরি ফিরে পেলেন ১৩ বছর পর। ক্রিকেটার মেয়ে ক্রান্তি গৌড়ের সাফল্যের সুবাদে কাজ ফিরে পেলেন বাবা।

Advertisement

ভারত মহিলাদের এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর হরমনপ্রীত কৌরের দলের অন্যতম জোরে বোলার ক্রান্তিকে সংবর্ধনা দেয় মধ্যপ্রদেশ সরকার। ভোপালের সেই অনুষ্ঠানে ক্রান্তির সঙ্গে কথা বলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানতে পারেন পরিবারের আর্থিক সমস্যার কথা। জানতে পারেন ক্রান্তির পুলিশকর্মী বাবার শাস্তির কথা। সবটা জানার পর মোহন বিশ্বজয়ী ক্রিকেটারকে আশ্বাস দিয়েছিলেন, তাঁর বাবার চাকরি ফিরিয়ে দেবেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘আমি তোমার পরিবারের সমস্যার কথা শুনেছি। রাজ্য সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে। আমরা আইন অনুযায়ী তোমার বাবাকে চাকরিতে পুনর্বাসনের ব্যবস্থা করব।’’

ক্রান্তিকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন মুখ্যমন্ত্রী। মুন্নার আবেদনের ভিত্তিতে তাঁকে আবার পুলিশের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত সরকারি নির্দেশ বেরিয়েছে। মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী বিশ্বাস সারাঙ্গ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি পরিবারের জন্য স্বস্তির নয়। রাজ্য সরকারের সংবেদনশীলতার পরিচয়। একজন ক্রীড়াবিদের প্রতি শ্রদ্ধা এবং সঠিক দৃষ্টিভঙ্গির উদাহরণও। সরকারের এই সিদ্ধান্ত গৌড় পরিবারকে শুধু আর্থিক এবং সামাজিক ভাবে স্থিতিশীল করবে না। ক্রান্তির স্বপ্নকেও বাস্তবায়িত করবে। বাবা পুলিশের পোশাকে অবসর নেবেন, এটা দেখা ওর স্বপ্ন।’’

Advertisement

মঙ্গলবার মধ্যপ্রদেশ পুলিশের সদর দফতরে গিয়ে প্রায় ১৪ বছর পর কাজে যোগ দিয়েছেন মুন্না। মহিলাদের আইপিএল শুরুর আগেই চাকরি ফিরে পেলেন তিনি। ইউপি ওয়ারিয়র্জ়ের হয়ে নিজেকে উজাড় করে দিতে আর মানসিক বাধা থাকল না ভারতীয় দলের জোরে বোলারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement