India vs England

সিরিজ় জয়ের কৃতিত্ব সতীর্থদের দিলেন সূর্যকুমার, অধিনায়কের আলাদা প্রশংসা পেলেন হর্ষিত

রান পাচ্ছেন না সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ভারতীয় দলের অধিনায়ক। তবু এক ম্যাচ বাকি থাকতে সিরিজ় জিততে পেরে খুশি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২৩:০৩
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় জয় ভারতের। স্বভাবতই খুশি অধিনায়ক সূর্যকুমার যাদব। এই সাফল্যের জন্য সতীর্থদের কৃতিত্ব দিলেন তিনি। এই নিয়ে দেশের মাটিতে টানা ১৭টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে অপরাজিত থাকল ভারতীয় দল।

Advertisement

পুণেতে জয়ের পর সূর্যকুমার বলেন, ‘‘সকলের চেষ্টাতে এই জয়। মাঠে সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। ছেলেরা জানে আমরা কেমন ক্রিকেট খেলতে চাই। সেই মতো সকলে চেষ্টা করেছে। শিবম দুবে এবং হার্দিক পাণ্ড্যের ইনিংসের কথা বলব। চাপের মুখে দারুণ ব্যাট করেছে ওরা। ওদের ইনিংসই আমাদের ভাল জায়গায় পৌঁছে দেয়।’’

কৃতিত্ব দিয়েছেন বোলারদেরও। বিশেষ করে হর্ষিত রানার প্রশংসা করেছেন সূর্যকুমার। তিনি বলেন, ‘‘শিবম ফিল্ডিং করতে নামতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে হর্ষিতকে নামানো হয়। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে বেশ ভাল বল করল। একটা সময় ইংল্যান্ড ভাল জায়গায় থাকলেও আমরা চাপ নিইনি। আমরা নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে পেরেছি। এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা অনুশীলন করি। আমাদের সবাই তাই অভ্যস্ত। জানে এমন পরিস্থিতিতে কী করতে হয়।’’

Advertisement

সিরিজ়ের পঞ্চম ম্যাচ হবে মুম্বইয়ে। ৩-১ ব্যবধানে সিরিজ় মুঠোয় চলে এলেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement