ICC Champions Trophy 2025

সকলের শেষে দল ঘোষণা পাকিস্তানের, রিজ়ওয়ানের নেতৃত্বে কোন ১৫ জন খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে?

সকলের শেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করল পাকিস্তান। প্রত্যাশা মতোই নেতৃত্বে রয়েছেন মহম্মদ রিজ়ওয়ান। চোটের জন্য দলে নেই সাইম আয়ুব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২০:১৭
Share:

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করল পাকিস্তান। প্রত্যাশা মতো মহম্মদ রিজ়ওয়ান নেতৃত্ব দেবেন প্রতিযোগিতার মূল আয়োজক দেশকে। চোটের জন্য দলে নেই সাইম আয়ুবের নাম। ২০১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে চোট পেয়েছিলেন আয়ুব। লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানের নির্বাচকেরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণ ওপেনারের খেলার সম্ভাবনা না থাকায় শুক্রবার ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করল পাকিস্তান। অন্যতম নির্বাচক আসাদ শফিক বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে আমরা অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছি। আয়ুবকে আমাদের এই প্রতিযোগিতায় খুবই প্রয়োজন ছিল। বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় ওর অভাব অনুভূত হবে। কারণ ও দারুণ ফর্মে ছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা কোনও ঝুঁকি নিতে পারি না। আয়ুব পাকিস্তান ক্রিকেটের সম্পদ। আমরা নিয়মিত ওর খবর রাখছি।’’

প্রাথমিক দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটার আবদুল্লা শফিক। তবে অভিজ্ঞ ফখর জামানকে দলে রেখেছে পাকিস্তান। ওপেনার হিসাবে রয়েছেন বাবর আজ়ম এবং সাউদ শাকিল। ঘোষিত ১৫ জনের দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় প্রস্তুতি সিরিজ়েও খেলবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, ১১ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। সে দিন পর্যন্ত প্রাথমিক দলের যে কোনও ক্রিকেটারকে পরিবর্তন করার সুযোগ থাকবে।

Advertisement

পাকিস্তানের প্রাথমিক দল: মহম্মদ রিজ়ওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), বাবর আজ়ম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, তায়াব তাহির, ফাহিম আশরফ, খুশদিল শাহ, সলমন আলি আঘা, উসমান খান, আবরার আহমেদ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন আফ্রিদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement