সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।
বিশ্বকাপ শুরু হতে আর দু’মাসও বাকি নেই। হঠাৎই ঠকঠকানি ভারতীয় দলে। দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানে হার। তবু সূর্যকুমার যাদব বলছেন, ‘ওকে’, ‘ফাইন’! তবে হারার দায় নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক।
মুল্লানপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হাসতে হাসতে সূর্য বলেছেন, “ওকে। একেবারে ফাইন”! এই হার নিয়ে বিচলিত নন ভারত অধিনায়ক।
অর্শদীপ সিংহ- জসপ্রীত বুমরাহেরা খারাপ বল করলেও সূর্য বেশি চিন্তিত ব্যাটিং নিয়ে। এবং আরও বেশি চিন্তিত নিজের ব্যাটিং নিয়ে। বললেন, ‘‘আমার এবং শুভমনের শুরুটা ভাল করা উচিত ছিল। অভিষেক সব সময় কাজটা করে দেবে, এটা হয় না।’’ এর পর আলাদা করে নিজের ব্যাটিংযের কথা তুলে ধরে সূর্য বলেন, ‘‘দায় আমার। আরও বেশিক্ষণ ব্যাট করা উচিত ছিল।’’
ভারতীয় ব্যাটিং অর্ডারের তীব্র সমালোচনা করলেন ডেল স্টেন এবং রবীন উথাপ্পা। কেন অক্ষর পটেলকে তিন নম্বরে নামানো হল তা নিয়ে গৌতম গম্ভীরের ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তুলোধনা করলেন দু’জন। সূর্য অবশ্য এই সমালোচনা পাত্তা দিলেন না। তিনি বললেন, ‘‘আমারা ওকে আগেও তিন নম্বরে ব্যাট করতে দেখেছি। চাইব, ভবিষ্যতেও তাই করুক। ও তো ভাল ব্যাট করেছে।’’
ভারতের বোলিং যে একেবারেই ভাল হয়নি, সেটা নিয়েও উদ্বিগ্ন নন সূর্য। বললেন, ‘‘প্রথম পরিকল্পনাটা যখন কাজে লাগল না তখন আমাদের দ্বিতীয় পরিকল্পনায় যাওয়া উচিত ছিল। শিশির একটু সমস্যা করেছে। দক্ষিণ আফ্রিকা বরং প্রথম ইনিংসটা দেখে বুঝল কোন লেংথে বল করতে হবে। আমাদের ওদের দেখে শিখতে হবে।’’