India VS England Test Series

রুদ্ধদ্বার প্রস্তুতিতেও লাভ হল না শুভমনদের, ভারতের পরিকল্পনা প্রকাশ করে দিল ক্রিকেট বোর্ডই

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। ভারতের ব্যাটিং লাইন আপের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ২০:৫৭
Share:

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও অধিনায়ক শুভমন গিল। ছবি: সমাজমাধ্যম।

২০ জুন থেকে হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে সেখানেই একটা আন্তঃদল প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। সেই ম্যাচ রুদ্ধদ্বার রাখা হয়েছে। প্রতিপক্ষের সামনে নিজেদের পরিকল্পনা প্রকাশ করতে চাইছেন না শুভমন গিলেরা। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। পরিকল্পনা ফাঁস করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই)। ভারতের ব্যাটিং লাইন আপের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisement

ভারতের প্রস্তুতি ম্যাচের কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে দেখা যাচ্ছে, ওপেন করতে নামছেন লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। এর আগে অনুশীলনেও এই দু’জনই শুরুতে নেটে ব্যাট করেছেন। তা থেকে পরিষ্কার, প্রথম টেস্টে তাঁরাই ওপেন করবেন। রোহিত শর্মা অবসর নেওয়ার পর ভারতের ওপেনার হিসাবে কয়েক জনের নাম প্রকাশ্যে এসেছিল। তালিকায় রাহুল ছাড়াও অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শনের নাম ছিল। তবে রাহুল ও যশস্বীই যে ওপেন করবেন তা পরিষ্কার। তাঁরা দু’জন অর্ধশতরানও করেছেন।

প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছেন শুভমন নিজে। চার নম্বরে সুদর্শন। এই লাইন আপ থেকে মোটামুটি বোঝা যাচ্ছে কারা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারে নামবেন। বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ ছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণকে দীর্ঘ স্পেল করতে দেখা গিয়েছে। তার থেকে পরিষ্কার, প্রসিদ্ধও থাকবেন প্রথম একাদশে। অলরাউন্ডারদের মধ্যে শার্দূল ঠাকুর ও নীতীশ রেড্ডিকেও দেখা গিয়েছে প্রস্তুতি ম্যাচে। শার্দূল উইকেট নিয়েছেন।

Advertisement

অধিনায়ক হিসাবে দলকে প্রথম পেপ-টক দিয়েছেন শুভমন। তিনি কী বলেছেন তা-ও প্রকাশ্যে এনেছে বিসিসিআই। ম্যাচ শুরুর আগে শুভমন বলেন, “আমাদের একই রকম এনার্জি নিয়ে গোটা ম্যাচে খেলতে হবে। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় মনঃসংযোগ না নষ্ট না হয়। দল হিসাবে আমরা খেলব। সেটা ব্যাটিং হোক বা বোলিং।” শুভমনের কথা থেকে স্পষ্ট, অধিনায়ক হিসাবে দলগত ক্রিকেটের দিকেই নজর দিচ্ছেন তিনি।

টেস্ট সিরিজ় শুরুর আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত ‘এ’। টেস্ট সিরিজ়ের দলের অনেকে সেখানে খেলেছেন। কিন্তু তার পরেও প্রথম টেস্টের আগে নিজেদের মধ্যে খেলে নিতে চাইছে ভারত। পুরো প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চাইছেন শুভমনেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement