Srinjay Bose New Mohun Bagan Secretary

মোহনবাগানের নতুন সচিব হিসাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয়, সোমবার কার্যকরী কমিটির প্রথম বৈঠক

পালাবদল হল মোহনবাগানে। ক্লাবের নতুন সচিব হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বসু। শনিবার ঘোষণা করা হল তাঁর নাম। ঘোষিত হল কমিটির ২১ সদস্যের নামও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৯:২১
Share:

সৃঞ্জয় বসু। ছবি: সমাজমাধ্যম।

আগে থেকেই নাম চূড়ান্ত ছিল। অপেক্ষা ছিল শুধু সিলমোহরের। সেটাই হল শনিবার। পালাবদল হল মোহনবাগানে। ক্লাবের নতুন সচিব হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বসু। ঘোষণা করা হল তাঁর নাম। ঘোষিত হল কমিটির ২১ সদস্যের নামও।

Advertisement

শনিবার সন্ধ্যায় মোহনবাগানের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় নতুন সচিব হিসাবে সৃঞ্জয়ের নাম ঘোষণা করেন। গত ৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৃঞ্জয় সচিব পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শুক্রবার। সৃঞ্জয় ছাড়া আর কেউ সচিব পদে মনোনয়ন জমা না দেওয়ায় তিনিই যে নতুন সচিব হচ্ছেন তা আগেই ঠিক ছিল।

প্রথম দিকে দুই পক্ষ আলাদা আলাদা প্রচার করলেও মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দেখা যায়, সৃঞ্জয় ও প্রাক্তন সচিব দেবাশিস দত্ত সমঝোতা করে প্যানেল জমা দিচ্ছেন। যৌথ সাংবাদিক বৈঠকও করেছিলেন তাঁরা। সেখানে জানিয়েছিলেন, ক্লাবের স্বার্থে একজোট হয়েছেন তাঁরা।

Advertisement

যা খবর তাতে ক্লাবের নতুন সভাপতি হতে চলেছেন দেবাশিস। সৃঞ্জয় জানিয়েছেন, সোমবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক হবে। সেখানেই নতুন সভাপতির নাম ঠিক হবে। যেহেতু সৃঞ্জয়ের পুরো প্যানেল জিতে ক্ষমতায় এসেছে, তাই কার্যকরী কমিটির বৈঠকে দেবাশিসের নামে সিলমোহরও সময়ের অপেক্ষা। এর আগে মোহনবাগানের সভাপতি ছিলেন স্বপনসাধন (টুটু) বসু। তবে কি তাঁর জন্য অন্য কোনও পদ তৈরি করা হবে? সৃঞ্জয় জানান, অনেকেই তো পদ ছাড়া ক্লাবের হয়ে কাজ করেন। সেই পথেই যেতে পারেন টুটু। তবে সব সময় যে তাঁর আশীর্বাদ তাঁদের সঙ্গে থাকবে, তা স্পষ্ট করে দিয়েছেন সৃঞ্জয়।

সচিব হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন সৃঞ্জয়। সেখানে তিনি জানিয়েছেন, ক্লাবের উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করবেন। তিনি বলেন, “আমরা দু’পক্ষই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচার করেছি। সমর্থকদের কাছে গিয়েছি। সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাতে ওদের কাছ থেকে অনেক প্রতিক্রিয়া পেয়েছি। কী ভাবে ক্লাব চালানো উচিত তা নিয়ে অনেক পরামর্শ পেয়েছি। সেগুলো কাজে লাগাব। ক্লাবের জন্য আমরা এক হয়েছি। আমাদের যে নতুন কমিটি হবে তা মোহনবাগানের সেরা একাদশ হবে।”

মোহনবাগানের নতুন কমিটি:

সচিব— সৃঞ্জয় বসু

সহ-সচিব— সত্যজিৎ চট্টোপাধ্যায়

কোষাধ্যক্ষ— সন্দীপন বন্দ্যোপাধ্যায়

অর্থ সচিব— সুরজিৎ বসু

ফুটবল সচিব— স্বপন বন্দ্যোপাধ্যায়

ক্রিকেটসচিব— সম্রাট ভৌমিক

হকি সচিব— শ্যামল মিত্র

টেনিস সচিব— সিদ্ধার্থ রায়

যুব ফুটবল সচিব— শিল্টন পাল

অ্যাথলেটিক্স সচিব— পিন্টু বিশ্বাস

মাঠ সচিব— শাশ্বত বসু

কার্যকরী কমিটির সদস্য:

মুকুল সিন্‌হা, সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, দেবজ্যোতি বসু, রঞ্জন বসু, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার এবং অনুপম সাহু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement