Asia Cup 2025

রবিবার পাকিস্তানকে হারানোর প্রায় ২৪ ঘণ্টা পর এশিয়া কাপের সুপার ফোরে ভারত, কী হল সোমবার?

প্রথম দল হিসাবে এ বারের এশিয়া কাপ থেকে ছিটকে গেল ওমান। সোমবার সুপার ফোরে জায়গা পাকা করে ফেললেন সূর্যকুমার যাদবেরা। গ্রুপের শেষ ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৫
Share:

ভারতীয় ক্রিকেট দল। ছবি: এক্স।

গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল ভারতীয় দল। সোমবার সংযুক্ত আরব আমিরশাহির কাছে ওমান ৪২ রানে হারতেই পরের পর্বে সূর্যকুমার যাদবদের জায়গা পাকা হয়ে গেল।

Advertisement

আমিরশাহি-ওমান ম্যাচের পর গ্রুপ ‘এ’-র সব দলই দু’টি করে ম্যাচ খেলে ফেলল। দু’টি ম্যাচই জেতায় ভারতের পয়েন্ট ৪। সূর্যকুমারদের নেট রান রেট ৪.৭৯৩। গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। একটি ম্যাচ জেতায় সলমন আঘাদের দু’ম্যাচে ২ পয়েন্ট। তাঁদের নেট রান রেট ১.৬৪৯। তৃতীয় স্থানে রয়েছে আমিরশাহি। দু’টি ম্যাচের মধ্যে একটি জেতায় আমিরশাহিরও ২ পয়েন্ট। তাদের নেট রান রেট -২.০৩০। চতুর্থ স্থানে ওমান। দু’টি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি তারা। পয়েন্ট শূন্য। নেট রান রেট -৩.৩৭৫।

ভারতের খেলা বাকি ওমানের সঙ্গে। ওমান সেই ম্যাচে অঘটন ঘটালে তাদের পয়েন্ট হবে ২। ভারত আটকে থাকবে ৪ পয়েন্টে। অন্য দিকে, গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-আমিরশাহি। এই দু’দলের যারা জিতবে তাদের পয়েন্ট হবে ৪। অন্য দলটি আটকে যাবে ২ পয়েন্টে। অর্থাৎ গ্রুপের শেষ ম্যাচ হারলেও পয়েন্টের নিরিখে প্রথম দু’দলের মধ্যে সূর্যকুমারদের থাকা নিশ্চিত। তাই সোমবারই সুপার ফোর পর্বে নিশ্চিত হয়ে গেল ভারত। একই সঙ্গে ওমানের বিদায় নিশ্চিত হয়ে গেল। তারা প্রথম দল হিসাবে বিদায় নিল এ বারের এশিয়া কাপ থেকে।

Advertisement

সুপার ফোরে ওঠার সুযোগ রয়েছে পাকিস্তান এবং আমিরশাহির সামনেও। এই দু’দলের ম্যাচে জয়ী দল ৪ পয়েন্ট নিয়ে চলে যাবে সুপার ফোরে। সোমবারের পর এই ম্যাচ নক আউট। কারণ, যারা হারবে তারা ছিটকে যাবে। তাই আমিরশাহির বিরুদ্ধে জিততেই হবে সলমন আঘাদের।

সোমবার প্রথমে ব্যাট করে আমিরশাহি করে ৫ উইকেটে ১৭২ রান। আলিশান শারাফু এবং অধিনায়ক মহম্মদ ওয়াসিমের ওপেনিং জুটিতে ওঠে ৮৮ রান। শারাফু ৭টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫১ রান করেন। ওয়াসিম করেন ৫৪ বলে ৬৯। মারেন ৬টি চার, ৩টি ছয়। ও ছাড়া মহম্মদ জ়োয়াইব করেন ১৩ বলে ২১। জবাবে ওমানের ইনিংস শেষ হয় ১৮.৪ ওভারে ১৩০ রানে। তাদের পক্ষে সর্বোচ্চ রান আরিয়ান বিষ্টের ২৪। আমিরশাহির জুনেইদ সিদ্দিকি ২৩ রানে ৪ উইকেট নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement