Team India

T20 World Cup 2021: রানরেটে সম্ভাবনা বাড়ল কোহলীদের, কী হলে এখনও ভারত যেতে পারে শেষ চারে

কী ভাবে ভারত শেষ চারে যেতে পারে? এই গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে চলে গিয়েছে। অন্য কোন দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২২:০৬
Share:

কী ভাবে ভারত শেষ চারে যেতে পারে?  ছবি: পিটিআই

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। কী ভাবে ভারত শেষ চারে যেতে পারে? এই গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে চলে গিয়েছে। দেখে নেওয়া যাক এই গ্রুপ থেকে অন্য কোন দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রুপ ২

ভারত

Advertisement

আফগানিস্তানের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিলেও এখনও নিজেদের হাতে সবটা নেই। শেষ ম্যাচ জিততেই হবে। সেটা হলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না যদি নিউজিল্যান্ড শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়। ভারত শেষ ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে ভারত ছাপিয়ে গেল দুই দলকে। ভারতের নেট রানরেট যেখানে +১.৬১৯, আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +১.২৭৭। বিরাট কোহলীদের বড় সুবিধে, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট বিচার্য হলে তারা হিসাব করে খেলতে পারবে।

ম্যাচ বাকি: নামিবিয়া (৮ নভেম্বর)

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিউজিল্যান্ড

পাকিস্তানের পর এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা নিউজিল্যান্ডের। যদি নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দেয়, তা হলে শেষ চারে চলে যাবে। যদি তারা আফগানিস্তানের কাছে হারে এবং ভারত শেষ ম্যাচ জেতে তাহলে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের পয়েন্ট হবে ছয়। নেট রানরেটে নিউজিল্যান্ড (+১.২৭৭) পিছিয়ে রয়েছে ভারত (+১.৬১৯), আফগানিস্তানের (+১.৪৮১) থেকে।

ম্যাচ বাকি: আফগানিস্তান (৭ নভেম্বর)

আফগানিস্তান

শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলে বিদায়। জিতলে ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে ছয় পয়েন্টে থাকবে। নেট রান রেট বিচার্য হবে।

ম্যাচ বাকি: নিউজিল্যান্ড (৭ নভেম্বর)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement