বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।
এ বছর ইংল্যান্ডে টেস্ট সিরিজ় খেলছে ভারত। পরের বছর আবার ইংল্যান্ডে যাবে তারা। তবে সাদা বলের সিরিজ় খেলতে। বৃহস্পতিবার ভারতীয় বোর্ডের তরফে সাদা বলের ক্রিকেটের সূচি প্রকাশ করা হয়েছে। ভারত পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে। অর্থাৎ সব ঠিক থাকলে বিরাট কোহলি, রোহিত শর্মাকে পরের বছর ইংল্যান্ডে খেলতে দেখা যাবে। ঘোষণা করা হয়েছে মহিলা দলের সূচিও।
ভারতীয় বোর্ডের সূচি অনুযায়ী, ১ জুলাই ডারহামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের ম্যাচগুলি যথাক্রমে ৪ জুলাই (ম্যাঞ্চেস্টার), ৭ জুলাই (নটিংহাম), ৯ জুলাই (ব্রিস্টল) এবং ১১ জুলাই (সাদাম্পটন)। শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। বাকি সব টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে রাত ১১টা থেকে।
প্রথম এক দিনের ম্যাচ ১৪ জুলাই, বার্মিংহামে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৬ জুলাই (কার্ডিফ) এবং ১৯ জুলাই (লর্ডস, লন্ডন)। প্রথম দু’টি ম্যাচ শুরু বিকেল ৫.৩০টা থেকে। তৃতীয় ম্যাচ শুরু দুপুর ৩.৩০টে থেকে।
মহিলারা তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলবে। তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ২৮ মে (চেমসফোর্ড), ৩০ মে (ব্রিস্টল) এবং ২ জুন (টনটন)। একমাত্র টেস্টটি শুরু ১০ জুলাই। সেটি হবে লর্ডসে।
এ ছাড়া, ইংল্যান্ড পুরুষ দল পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টেস্ট খেলবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ খেলবে।