Vaibhav Suryavanshi

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাণ্ডব বৈভবের, টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে শতরান ১৪ বছরের ব্যাটারের

তৃতীয় যুব এক দিনের ম্যাচেও বৈভব সূর্যবংশীর তাণ্ডব আটকাতে পারলেন না দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বোলারেরা। ৭৪ বলে ১২৭ রানের ইনিংস খেলল ১৪ বছরের ভারতীয় ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:১৮
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তৃতীয় যুব এক দিনের ম্যাচে জ্বলে উঠল বৈভব সূর্যবংশীর ব্যাট। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ওপেন করতে নেমে খেলল ৭৪ বলে ১২৭ রানের ইনিংস। তার শতরান আসে ৬৩ বলে। শতরান করেছেন ভারতের আর এক ওপেনার অ্যারন জর্জও। প্রথম উইকেটের জুটিতে ২৫.৪ ওভারে ওঠে ২২৭ রান।

Advertisement

১৪ বছরের বৈভবকে আটকাতে পারছেন না প্রোটিয়ারা। দ্বিতীয় যুব একদিনের ম্যাচে আগ্রাসী অর্ধশতরানের পর তৃতীয় ম্যাচে টি-টোয়েন্টির মেজাজে শতরান করল বৈভব। ৭৪ বলের ইনিংসে ৯টি চার এবং ১০টি ছয় মেরেছে বৈভব। দক্ষিণ আফ্রিকার কোনও বোলারই তার দাপট থামাতে পারেননি।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মহম্মদ বুলবুলিয়া। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভারতীয় ওপেনারেরা। ২২ গজের এক প্রান্ত অ্যারন আগলে রাখলেও অন্য প্রান্তে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বৈভব। প্রতিপক্ষ দলের কোনও বোলারই তার থেকে সমীহ আদায় করতে পারেননি। অ্যারন করেন ১০৬ বলে ১১৮। ১৬টি চার মেরেছেন তিনি।

Advertisement

অন্য ভারতীয় ব্যাটারদের মধ্যে বেদান্ত ত্রিবেদী ৩৪ রান করেন। শেষ দিকে ২৮ রান করে অপরাজিত থাকেন মহম্মদ এনান। দুই ওপেনারের দাপটে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৩ রান করেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement