Arjun Tendulkar

পুত্র অর্জুনের বিয়ের তারিখ জানিয়ে দিলেন সচিন, আইপিএলের আগেই শুরু হবে নতুন ইনিংস

গত অগস্টে বান্ধবী সানিয়া চন্দোকের সঙ্গে অর্জুন তেন্ডুলকরের বাগ্‌দান হয়। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েক জন ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:৪৫
Share:

(বাঁ দিকে) অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোক (ডান দিকে)। —ফাইল চিত্র।

গত অগস্টে বান্ধবী সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্‌দান সেরেছেন অর্জুন তেন্ডুলকর। এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সচিন তেন্ডুলকরের অলরাউন্ডার পুত্র। দুই পরিবারের সম্মতিতে চূড়ান্ত হয়ে গেল বিয়ের দিনও। আইপিএলের আগেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন সচিন-পুত্র।

Advertisement

আগামী ৫ ফেব্রুয়ারি সরকারি ভাবে শ্বশুর হতে চলেছেন সচিন। সে দিনই বাগ্‌দত্তা সানিয়াকে বিয়ে করবেন অর্জুন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলার আগেই শুভকাজ সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন গোয়ার অলরাউন্ডার। ৩ মার্চ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। সচিন নিজে ঘনিষ্ঠ মহলে সুখবর দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনই লেখা হয়েছে।

গত অগস্টে সানিয়া-অর্জুনের বাগ্‌দান হয়। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েক জন ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধু। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই সচিন-পুত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement