বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
মহিলাদের এক দিনের সিরিজ়ে ভারত হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে ছোটদের এক দিনের সিরিজ়ের শুরুটা জয় দিয়ে করল তারা। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারাল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান করে অস্ট্রেলিয়া। মাত্র ৩০.৩ ওভারে সেই রান তাড়া করে জিতে নেয় বৈভব সূর্যবংশীরা।
প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনারই শূন্য রানে আউট হন। দু’টি উইকেটই নেন কিষাণ কুমার। অ্যালেক্স টার্নার ও সাইমন বাজ আউট হওয়ায় অস্ট্রেলিয়ার ইনিংসের গতি ধাক্কা খায়। তিন নম্বরে নামা স্টিভেন হোগান (৩৯) অস্ট্রেলিয়ার ইনিংস সামলান। তাঁকে সঙ্গ দেন টম হোগান (৪১)। অস্ট্রেলিয়ার দলে খেলা ভারতীয় বংশোদ্ভূত যশ দেশমুখও শূন্য রানে আউট হন। রান পাননি আর এক ভারতীয় বংশোদ্ভূত আরিয়ান শর্মাও (১০)।
দেখে মনে হচ্ছিল, ২০০ রানও করতে পারবে না অস্ট্রেলিয়া। আট নম্বরে ব্যাট করতে নামা জন জেমস অপরাজিত ৭৭ রান করেন। তাঁর ব্যাটে ভর করে ২২৫ রান করে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল। অল আউটের হাত থেকেও দলকে বাঁচান জেমস। ভারতীয় বোলারদের মধ্যে হেনিল পটেল ৩, কিষাণ ও কণিষ্ক চৌহান ২ করে ও আরএস অম্বরিশ ১ উইকেট নেন।
জবাবে ভারতের হয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করে বৈভব। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলছিল সে। ওপেনার তথা অধিনায়ক আয়ুষ মাত্রে ও তিন নম্বরে নামা বিহান মলহোত্র রান না পেলেও বৈভব দলকে ভাল শুরু দেয়। কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি বিহারের ১৪ বছরের ছেলে। ২২ বলে ৩৮ রান করে আউট হয় সে। সাতটি চার ও একটি ছক্কা মারে সে।
বৈভব যে শুরু দিয়েছিল, তাকে এগিয়ে নিয়ে যান বেদান্ত ত্রিবেদী ও অভিজ্ঞান কুন্ডু। দু’জনের মধ্যে ১৫২ রানের জুটি হয়। অস্ট্রেলিয়ার বোলারেরা অনেক চেষ্টা করেও এই জুটি ভাঙতে পারেননি। দ্রুত রান করছিলেন দুই ব্যাটার। ফলে প্রায় ২০ ওভার বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। বেদান্ত ৬১ ও অভিজ্ঞান ৮৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অভিজ্ঞান।