India vs Australia

বিরাটের শতরানে ৯১ রানে লিড ভারতের, দিনের শেষে অস্ট্রেলিয়া ৩/০

সিরিজ়ের প্রথম দু’টি টেস্ট জিতেছে ভারত। কিন্তু ইনদওরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যান রোহিতরা। শেষ টেস্ট আমদাবাদে। সেই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ০৯:১৭
Share:

আমদাবাদ টেস্টে রান পেলেন বিরাট কোহলি। ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৭:৫৪ key status

দিনের শেষে অস্ট্রেলিয়া ৩/০

অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামলেন ম্যাট কুহনেমান এবং ট্রেভিস হেড। তাঁরা ৬ ওভার ব্যাট করেন। ভারত কোনও উইকেট তুলতে পারল না। তিন রান করেছে অস্ট্রেলিয়া।

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৭:৫২ key status

ভারত লিড ৯১ রানে

শেষ মুহূর্তে ভুল করলেন বিরাট। ১৮৬ রানে আউট হলেন তিনি। তাঁর শতরানে ভর করেই ৯১ রানে লিড নিল ভারত। 

Advertisement
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৫:১১ key status

বিরাটের ১৫০ পার

থামার কোনও লক্ষণ নেই বিরাটের। ১৫০ রান পার করলেন তিনি। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের গণ্ডিও পার করে গিয়েছে ভারত।

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৩:৩০ key status

বিরাটের শতরান

টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে শতরানের খরা কেটে গিয়েছিল আগেই। এ বার লাল বলের ক্রিকেটেও শতরান। ইডেনের পর আমদাবাদ। মাঝে ১২০৫ দিনের দীর্ঘ অপেক্ষা। টেস্ট শতরান এল বিরাট কোহলির ব্যাটে। তা-ও আবার দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলতে নেমে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করে ফেললেন বিরাট।

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১২:৩৭ key status

আউট ভরত

নাথান লায়নের বলে আউট শ্রীকর ভরত। অনভিজ্ঞ উইকেটরক্ষক মধ্যাহ্নভোজের পর আক্রমণাত্মক হয়ে ওঠেন। এক ওভারে দু’টি ছক্কা এবং একটি চার মারেন তিনি। ৮৮ বলে ৪৪ রান করেন ভরত।

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১০:১৬ key status

শ্রেয়স আয়ারের পিঠে ব্যথা

ভারতীয় দলে আবার চোটের চিন্তা। শ্রেয়স আয়ারের পিঠে ব্যথা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করার জন্য। আমদাবাদে চতুর্থ দিনের সকালে রবীন্দ্র জাডেজা আউট হতে তাই ব্যাট করতে নামলেন শ্রীকর ভরত। শ্রেয়স এই টেস্টে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১০:০২ key status

আউট জাডেজা

হঠাৎ আউট জাডেজা। যিনি ধীরে ধীরে ইনিংস গড়ছিলেন, সেই জাডেজা হঠাৎ আক্রমণাত্মক হয়ে গেলেন। তাতেই নিজের উইকেট দিয়ে এলেন জাডেজা।

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ০৯:৪২

ভারতের ৩০০ পার

৩০০ রান তুলে ফেলল ভারত। অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৮০ রানে পিছিয়ে তারা। ক্রিজে রয়েছেন বিরাট এবং জাডেজা।

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ০৯:১৬ key status

তৃতীয় দিনের শেষে

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ২৮৯/৩। শতরান করেছেন শুভমন গিল। তিনি আউট হয়ে গেলেও ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। তিনি ৫৯ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাডেজা (১৬)। ভারত তৃতীয় দিনের শেষে পিছিয়ে ছিল ১৯১ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement