BCCI

ভাল জায়গায় কোহলীরা, তৃতীয় দিনের খেলায় কী কী ঘটল

টেস্টের তৃতীয় দিনে ভারতের একটাই লক্ষ্য, ইংরেজদের কম রানে শেষ করে দিয়ে লিড বাড়িয়ে নেওয়া। সেই লক্ষ্যেই নামল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৪:৫৭
Share:

সিরাজের হুঙ্কার। ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২৩:৩৪ key status

তৃতীয় দিনের খেলা শেষ

ভারত এগিয়ে ২৫৭ রানে। অর্ধশতরান করে ক্রিজে রয়েছেন পুজারা। পন্থ অপরাজিত ৩০ রানে।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২২:১১ key status

কোহলী আউট

স্টোকসের আচমকা লাফিয়ে ওঠা বল কোহলীর গ্লাভসে লেগে সোজা প্রথম স্লিপে থাকা রুটের হাতে গেল। ফিরলেন ২০ রানে।

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২১:৫৪ key status

ভারত ২৬ ওভারে ৬৯-২

ক্রিজে পুজারা ৩২ এবং কোহলী ১৬ রানে।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২১:০৭ key status

আউট বিহারী

মনঃসংযোগ করেও লাভ হল না। ব্রডের বলে আউট বিহারী। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২০:৩৫ key status

চা-বিরতি

আর কোনও উইকেট হারায়নি ভারত। বিহারী ১০ এবং পুজারা ১৭ রানে খেলছেন।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৯:৩৮ key status

আউট শুভমন

অ্যান্ডারসনের বলে স্লিপে ক্যাচ।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৯:২৬ key status

২৮৪ রানে শেষ ইংল্যান্ড

চারটি উইকেট সিরাজ এবং তিনটি উইকেট বুমরার। দু’টি উইকেট শামির। একটি শার্দূলের।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৯:১১ key status

বিলিংস আউট

সিরাজের বলে ৩৬ রানে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৮:৫৫

আউট ব্রড

সিরাজের বলে আউট ব্রড। পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। অষ্টম উইকেট হারাল ইংল্যান্ড।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৮:৪২ key status

ফিরলেন বেয়ারস্টো

১০৬ রানে ফিরলেন বেয়ারস্টো। শামির বলে আউট তিনি।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৮:১৪ key status

বেয়ারস্টোর শতরান

ইংরেজ ব্যাটারের রানের বন্যা থামছেই না। আবার শতরান করলেন তিনি।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৬:৪৭ key status

ইংল্যান্ড ২০০-৬

বেয়ারস্টো আবার নিজমূর্তিতে। ফের শতরানের দোরগোড়ায়।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৬:০০ key status

আউট স্টোকস

বড় সাফল্য ভারতের। ২৫ রানে ফিরলেন স্টোকস। তাঁর সহজ ক্যাচটি ফেলে কঠিন ক্যাচ ধরলেন বুমরা।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৫:৫৩ key status

সহজ ক্যাচ ফেললেন শার্দূল

স্টোকসকে আউট করার সুযোগ হারাল ভারত।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৫:০০ key status

শুরু তৃতীয় দিনের খেলা

ইংল্যান্ড পিছিয়ে ৩৩২ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement