BCCI

একসঙ্গে চার দল ঘোষণা ভারতের! কারা সুযোগ পেলেন নিউজ়িল্যান্ড, বাংলাদেশ সফরের দলে?

বিশ্বকাপের পরেই ভারত যাবে নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ সফরে। নিউজ়িল্যান্ড সফরে সীমিত ওভার এবং বাংলাদেশ সফরে টেস্ট এবং এক দিনের সিরিজ় খেলবে। দুই সফরের দল ঘোষণা বোর্ডের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৮:৪৫
Share:

প্রথম দলের অনেক ক্রিকেটারকেই বিশ্রাম দিল বিসিসিআই। ফাইল ছবি

বিশ্বকাপের পরেই ভারত যাবে নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ সফরে। নিউজ়িল্যান্ড সফরে খেলবে সীমিত ওভারের সিরিজ়। বাংলাদেশ সফরে টেস্ট এবং এক দিনের সিরিজ়। দুই সফরের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজ়িল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হল প্রথম দলের অনেককেই। অধিনায়কও বদলে গেল। টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ়ে দু’জন নেতা বাছল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরে অবশ্য পুরো দলকেই বেছে নেওয়া হয়েছে।

Advertisement

দল নির্বাচনের মধ্যে বেশ কিছু জিনিস উল্লেখযোগ্য। তার মধ্যে সবচেয়ে ভাল হল চোট সারিয়ে বাংলাদেশ সফরে রবীন্দ্র জাডেজার ফেরা। কিন্তু চোট এখনও সারেনি যশপ্রীত বুমরার। তিনি কোনও দলেই নেই। নিউজিল্যান্ড সফরে প্রথম দলের ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, মহম্মদ শামি, অক্ষর পটেল কাউকেই রাখা হয়নি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বাংলার শাহবাজ় আহমেদ সুযোগ পেলেন।

১৮ নভেম্বর ওয়েলিংটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টি মাউন্ট মাউনগানুইয়ে, ২০ নভেম্বর। ২২ নভেম্বর তৃতীয় ম্যাচ নেপিয়ারে। এক দিনের ম্যাচগুলি হবে যথাক্রমে ২৫, ২৭ এবং ৩০ নভেম্বর। খেলাগুলি হবে অকল্যান্ড, হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চে।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। ৪, ৭ এবং ১০ ডিসেম্বর তিনটি ম্যাচই হবে ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে। দু’টি টেস্টের প্রথমটি ১৪-১৮ ডিসেম্বর চট্টগ্রামে। দ্বিতীয়টি ২২-২৬ ডিসেম্বর ঢাকায়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল: হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল: শিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ় আহমেদ, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধবন, বিরাট কোহলি, রজত পটীদার, শ্রেয়স আয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ, ঈশান কিশন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন